Kobita Porar Prohor Eseche Lyrics
কবিতা পড়ার প্রহর এসেছে
গীতিকার-কাওসার আহমেদ চৌধুরী
সুর-লাকী আখন্দ
শিল্পী-সামিনা চৌধুরী
Kobita Porar Prohor Eseche Lyrics
কবিতা পড়ার
প্রহর এসেছে
রাতের নির্জনে (২)
জোনাকীর আলো
নিভে আর জ্বলে
শাল মহুয়ার বনে(২)
কবিতা পড়ার
প্রহর এসেছে
রাতের নির্জনে
কবিতার সাথে
চৈত্রের রাতে,
কেটেছে সময়
হাত রেখে হাতে(২)
সেই কথা ভেবে কিছুটা
আমায় স্মৃতির
নকশা বুনে,
জোনাকীর আলো
নিভে আর জ্বলে
শাল মহুয়ার বনে।
কবিতা পড়ার
প্রহর এসেছে
রাতের নির্জনে
অতীতের ছবি
আঁকা হয়ে গেলে,
তারে দেখি এই
চোখ দুটি মেলে(২)
পলাতক আমি
কোথা চলে যাই
আধারের এগান শুনে
জোনাকীর আলো
নিভে আর জ্বলে
শাল মহুয়ার বনে।
কবিতা পড়ার
প্রহর এসেছে
রাতের নির্জনে(২)
জোনাকীর আলো
নিভে আর জ্বলে
শাল মহুয়ার বনে(২)