Kichu Bishad Hok Pakhi Lyrics | কিছু বিষাদ হোক পাখি | Nirbaan (নির্বাণ) | Meghdol

Kichu Bishad Hok Pakhi Lyrics
কিছু বিষাদ হোক পাখি
Nirbaan (নির্বাণ)
Song by Meghdol

Kichu Bishad Hok Pakhi Lyrics

কিছু বিষাদ হোক পাখি,
নগরীর নোনা ধরা দেয়ালে
কাঁচপোকা সারি সারি, নির্বাণ, নির্বাণ ডেকে যায় ।
কিছু ভুল রঙের ফুল, ফুটে আছে আজ পথে
কিছু মিথ্যে কথার রং, আমাদের হৃদয়ে ।
এখনও এখানে নীরবে দাঁড়িয়ে, অগণিত প্রতিশোধ
জাগে আত্মার ভেতরে
কিছু মাতাল হাওয়ার দল, শোনে ঝোড়ো সময়ের গান
এখানে শুরু হোক রোজকার রূপকথা ।
কিছু বিষাদগ্রস্ত দিন, ছিলো প্রেমিকার চোখে জমা
আলো নেই, রোদ নেই, কিছু বিপন্ন বিস্ময়
ক্ষমাহীন প্রান্তর জুড়ে আমাদের বেঁচে থাকা

Nirbaan (নির্বাণ)

কিছু বিষাদ হোক পাখিনগরীর নোনা ধরা দেয়ালেকাঁচপোকা সারি সারিনির্বাণ-নির্বাণ ডেকে যায়
কিছু বিষাদ হোক পাখিনগরীর নোনা ধরা দেয়ালেকাঁচপোকা সারি সারিনির্বাণ-নির্বাণ ডেকে যায়
কিছু ভুল রঙের ফুল ফুটে আছে রাজপথেকিছু মিথ্যে কথার রং আমাদের হৃদয়েকিছু ভুল রঙের ফুল ফুটে আছে রাজপথেকিছু মিথ্যে কথার রং আমাদের হৃদয়ে
এখনও এখানে নীরবে দাঁড়িয়েঅগণিত প্রতিশোধ জাগে আত্মার ভেতরেএখনও এখানে নীরবে দাঁড়িয়েঅগণিত প্রতিশোধ জাগে আত্মার ভেতরেকিছু মাতাল হাওয়ার দলশুনে ঝড়ো সময়ের গানএখানেই শুরু হোক রোজকার রূপকথা
কিছু বিষাদগ্রস্ত দিন ছিল প্রেমিকার চোখে জমাকিছু বিষাদগ্রস্ত দিন ছিল প্রেমিকার চোখে জমাআলো নেই, রোদ নেই, কিছু বিপন্ন বিস্ময়আলো নেই, রোদ নেই, কিছু বিপন্ন বিস্ময়ক্ষমাহীন প্রান্তর জুড়ে আমাদের বেঁচে থাকাক্ষমাহীন প্রান্তর জুড়ে আমাদের বেঁচে থাকা
কিছু বিষাদ হোক পাখিনগরীর নোনা ধরা দেয়ালেকাঁচপোকা সারি সারিনির্বাণ-নির্বাণ ডেকে যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *