Kichu Bishad Hok Pakhi Lyrics
কিছু বিষাদ হোক পাখি
Nirbaan (নির্বাণ)
Song by Meghdol
Song by Meghdol
Kichu Bishad Hok Pakhi Lyrics
কিছু বিষাদ হোক পাখি,
নগরীর নোনা ধরা দেয়ালে
কাঁচপোকা সারি সারি, নির্বাণ, নির্বাণ ডেকে যায় ।
কিছু ভুল রঙের ফুল, ফুটে আছে আজ পথে
কিছু মিথ্যে কথার রং, আমাদের হৃদয়ে ।
এখনও এখানে নীরবে দাঁড়িয়ে, অগণিত প্রতিশোধ
জাগে আত্মার ভেতরে
কিছু মাতাল হাওয়ার দল, শোনে ঝোড়ো সময়ের গান
এখানে শুরু হোক রোজকার রূপকথা ।
কিছু বিষাদগ্রস্ত দিন, ছিলো প্রেমিকার চোখে জমা
আলো নেই, রোদ নেই, কিছু বিপন্ন বিস্ময়
ক্ষমাহীন প্রান্তর জুড়ে আমাদের বেঁচে থাকা
Nirbaan (নির্বাণ)
কিছু বিষাদ হোক পাখি
নগরীর নোনা ধরা দেয়ালে কাঁচপোকা সারি সারি নির্বাণ-নির্বাণ ডেকে যায়কিছু বিষাদ হোক পাখি
নগরীর নোনা ধরা দেয়ালে কাঁচপোকা সারি সারি নির্বাণ-নির্বাণ ডেকে যায়কিছু ভুল রঙের ফুল ফুটে আছে রাজপথে
কিছু মিথ্যে কথার রং আমাদের হৃদয়ে কিছু ভুল রঙের ফুল ফুটে আছে রাজপথে কিছু মিথ্যে কথার রং আমাদের হৃদয়েএখনও এখানে নীরবে দাঁড়িয়ে
অগণিত প্রতিশোধ জাগে আত্মার ভেতরে এখনও এখানে নীরবে দাঁড়িয়ে অগণিত প্রতিশোধ জাগে আত্মার ভেতরে কিছু মাতাল হাওয়ার দল শুনে ঝড়ো সময়ের গান এখানেই শুরু হোক রোজকার রূপকথাকিছু বিষাদগ্রস্ত দিন ছিল প্রেমিকার চোখে জমা
কিছু বিষাদগ্রস্ত দিন ছিল প্রেমিকার চোখে জমা আলো নেই, রোদ নেই, কিছু বিপন্ন বিস্ময় আলো নেই, রোদ নেই, কিছু বিপন্ন বিস্ময় ক্ষমাহীন প্রান্তর জুড়ে আমাদের বেঁচে থাকা ক্ষমাহীন প্রান্তর জুড়ে আমাদের বেঁচে থাকাকিছু বিষাদ হোক পাখি
নগরীর নোনা ধরা দেয়ালে কাঁচপোকা সারি সারি নির্বাণ-নির্বাণ ডেকে যায়