কি আনন্দের কথা উমে
সুর- প্রচলিত
তাল- একতালা
কণ্ঠে : স্বামী সামপ্রিয়ানন্দ
খোল : রবিন চৌধুরী
চিত্রাঙ্কন : ছন্দক মজুমদার
আগমনী গান
দুর্গা পূজার গান
কি আনন্দের কথা উমে Lyrics
লোকমুখে শুনি সত্য বল শিবানী,
অন্নপূর্ণা নাম তোর কি কাশীধামে?
অপর্ণে তোমায় যখন অর্পণ করি,
ভোলানাথ ছিলেন মুষ্টির ভিখারী।
এখন নাকি তার দ্বারে আছে দ্বারী,
দেখা পায়না তার ইন্দ্র চন্দ্র যমে ।।
ক্ষ্যাপা ক্ষ্যাপা আবার বলত্ দিগম্বরে,
গঞ্জনা সয়েছি কত ঘরে পরে।
এখন নাকি তিনি রাজা কাশীপুরে,
বিশ্বেশ্বরী তুই বিশ্বেশ্বরের বামে।
হিমালয়ে বাস হর করিয়াছে,
ভিক্ষায় দিন রক্ষা এমন দিন গেছে।
এখন কুবের ধনেতে কাশীনাথ হ’য়েছে,
ফিরেছে কি কপাল তোর কপাল ক্রমে।
বিষয় বুদ্ধি বটে বুঝিলাম মনে,
তা না হলে গৌরীর এত গৈরব কেনে।
আপন সন্তানে না দেখে নয়নে,
মুখ বাঁকায়ে থাকে দাশরথির নামে।