খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসছো
Khola Janalay Cheye Dekhi Tumi Ascho
কথা : মুকুল চৌধুরি।
সুর : রাজা হোসেন খান।
মূল কন্ঠশিল্পী : শাহনাজ রহমতুল্লাহ
——————————————–
খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসছো
খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসছো
জানাতে সুপ্রভাত মনো বাতায়নে।
মনের আঙ্গিনা ঝরা ফুলে সাজানো
শুধু তাই মালা গাঁথিতে মন চায়
লাগে দোল বনানী কৃষ্ণচুড়ায়।
তোমার ছবিটি মনে মনে এঁকে যাই
মনে হয় এ জীবন মধুময়
মনে মন থাকে না হারিয়ে যায়।।