Kemon Kore Harer Ghore Lyrics
কেমন করে হরের ঘরে Lyrics
Kemon kore harer ghore
কেমন করে হরের ঘরে
Agomoni Gaan
Sung by Swami Sarvagananda Maharaj.
– গিরিশচন্দ্র ঘোষ।
Kemon Kore Harer Ghore Lyrics
কেমন করে হরের ঘরে ছিলি উমা বল মা তাই ,
কত লােকে কতই বলে, শুনে প্রাণে মরে যাই ৷৷
মার প্রাণে কি ধৈর্য ধরে , জামাই নাকি ভিক্ষা করে ,
এবার নিতে এলে পরে, ( বলব ) উমা আমার ঘরে নাই ৷।
চিতাভস্ম মাখি অঙ্গে, জামাই ফিরে নানা রঙ্গে
তুই নাকি মা, তারি সঙ্গে (তাের) সােনার অঙ্গে মাখিস ছাই ।।