a logo for keylyrics.com

Kemon Ache Radha Bol Lyrics | কেমন আছে রাধা বল Lyrics

Kemon Ache Radha Bol Lyrics

কেমন আছে রাধা বল Lyrics

শিল্পী: ফতেহ আলী খান আকাশ
কথা ও সুর: নিজাম সরকার

কেমন আছে রাধা বল Lyrics

কেন এলে না
ও আমার ঝরে আঁখি জল
কেমন আছে রাধা বল
কাঁদে কৃষ্ণমন

শ্রাবণ শ্রাবণ ধারায়
নদী বহে যায় রে
আষাঢ়ে বাদল নামে
তোমার উসিলায় রে
কত দিন যে আইল গেল
তুমি আইলা না রে রাধা

কেঁদে কি আর হয় রে নদী
বিনা ঝর্ণার সনে
প্রণয় কি হয়রে রাধা
যদি না লয় মনে
তোমার লাগিয়া রাধা
ঘুরলাম কত লোকালয়

Kemon Ache Radha Bol Lyrics

Keno ele na

O amar jhore akhi jol

Kemon ache Radha bolo

Kade Krishnomon

Srabon srabon dharay

Nodi bohe jay re

Ashare badol name

Tomar usilay re

Koto din je ailo gelo

Tumi aila na re Radha

Kede ki ar hoy re nodi

Bina jhornar sone

Pronoy ki hoyre Radha

Jodi na loy mone

Tomar lagiya Radha

Ghurlam koto lokaloy

 

কেমন আছে রাধা বল Lyrics (Other)

কেন এলে না
আমার ঝরে আখি জল
কেমন আছে রাধা বল,
আরে ও ভাই সুবল
আরে ও ভাই সুবল।
আমি রাধারি কারনে
ঘুরি বনে বনে
কত ব্যথা আছে মোর হৃদয়েরও কোণে
আসলো না রাই
বাঁশির টানে যমুনাতে নিতে জল।
শিশিরে কি ভিজে মাটি
বিনা বরিষণে
তপ্ত প্রাণ হয় কি শীতল
বিনা দর্শনে
আসলো না রাই
বাঁশির টানে যমুনাতে নিতে জল।
ভাইরু আর ভৈরবি
কমবখ ললিজ পূরবী
ভাগেশ্রী ভূতলী মন
নেই তালে তালি
দরবারের ওই ওচাটনে
ধরণীতে হইলো শীতল।
উতলা এই ব্রজধামে
নিজাম গাহে রাধা নাম
সে যদি হয় আমার সুবল
শূণ্য কেন আমার ধাম
আ আ আ আ।।।।।
আ আ আ আ আ আ আ।
কইয়ো সুবল কানে কানে
তোমার শ্যাম হইলো দুর্বল
কেমন আছে রাধা বল,
আরে ও ভাই সুবল
কেন এলে না, আমার ঝরে আখি জল…

Kemon Ache Radha Bol Lyrics (Other)

Keno ele na

Amar jhore akhi jol

Kemon ache Radha bolo,

Are o bhai Subol

Are o bhai Subol.

Ami Radhari karone

Ghuri bone bone

Koto byatha ache mor hridoyero kone

Aslo na Rai

Bashir tane Jamunate nite jol.

Shishire ki bhije mati

Bina borishone

Topto pran hoy ki shitol

Bina dorshone

Aslo na Rai

Bashir tane Jamunate nite jol.

Bhairu ar Bhoirobi

Kombokh lolij purobi

Bhageshri bhutoli mon

Nei tale tali

Dorbarer oi ochatone

Dhoronite hoilo shitol.

Utola ei Brojodhame

Nizam gahe Radha nam

Se jodi hoy amar Subol

Shunno keno amar dham

A a a a…..

A a a a a a a.

Koiyo Subol kane kane

Tomar Shyam hoilo durbol

Kemon ache Radha bolo,

Are o bhai Subol

Keno ele na, amar jhore akhi jol…

 

গানের মৌলিক তথ্য (Song’s Basic Information)

  • গানের নাম (Song Title): কেমন আছে রাধা বল (Kemon Ache Radha Bol)

  • কণ্ঠশিল্পী (Singer): ফতেহ আলী খান আকাশ (Fateh Ali Khan Akash)

  • কথা ও সুর (Lyrics & Tune): নিজাম সরকার (Nizam Sarkar)

  • ধরণ (Genre): আধুনিক লোকগীতি / বিচ্ছেদ গান (Modern Folk / Sad Song)

  • বিষয়বস্তু (Theme): রাধা-কৃষ্ণের বিরহ ও সখা সুবলের কাছে কৃষ্ণের আর্তি (Radha-Krishna Separation)

কেমন আছে রাধা বল লিরিক্স (Kemon Ache Radha Bol Lyrics) – ফতেহ আলী খান আকাশ

“কেমন আছে রাধা বল” গানটি বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় এবং আবেগঘন একটি বাংলা লোকগীতি। গানটির কথা ও সুর করেছেন প্রতিভাবান গীতিকার নিজাম সরকার এবং এতে কণ্ঠ দিয়েছেন ফতেহ আলী খান আকাশ। গানটিতে শ্রীকৃষ্ণের বিরহ বেদনা এবং রাধার প্রতি তার ব্যাকুলতার চিত্র ফুটে উঠেছে।

গানের মূল প্রেক্ষাপট হলো—রাধার অনুপস্থিতিতে কৃষ্ণ কতটা একা এবং বিচলিত। তিনি তার সখা সুবলের কাছে বারবার জানতে চাইছেন রাধার কুশল সংবাদ। গানে বলা হয়েছে, “শ্রাবণ ধারায় নদী বহে যায়” কিন্তু রাধা ফিরে আসে না। রাধা ছাড়া কৃষ্ণের বাঁশি, যমুনা এবং পুরো ব্রজধামই যেন শূন্য।

নিজাম সরকারের লেখা গানটিতে শাস্ত্রীয় সঙ্গীতের ছোঁয়া এবং লোকজ সুরের মিশ্রণ একে অনন্য করে তুলেছে। বিশেষ করে গানের অন্তরায় বিভিন্ন রাগের উল্লেখ (ভৈরব, ভৈরবী, পূরবী) গানটির গভীরতা আরও বাড়িয়ে দিয়েছে। যারা রাধা-কৃষ্ণের বিচ্ছেদ বা বিরহের গান পছন্দ করেন, তাদের প্লেলিস্টে এই গানটি অবশ্যই থাকবে।

গানটি সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর (FAQ about the Song)

প্রশ্ন: “কেমন আছে রাধা বল” গানটির মূল শিল্পী কে? উত্তর: এই জনপ্রিয় গানটির মূল শিল্পী হলেন ফতেহ আলী খান আকাশ (Fateh Ali Khan Akash)।

প্রশ্ন: গানটির গীতিকার ও সুরকার কে? উত্তর: গানটির কথা লিখেছেন এবং সুর করেছেন নিজাম সরকার (Nizam Sarkar)। গানের ভেতরে “নিজাম গাহে রাধা নাম” লাইনে তাঁর নামের ভণিতা পাওয়া যায়।

প্রশ্ন: “আরে ও ভাই সুবল” – গানে সুবল কে? উত্তর: হিন্দু পুরাণ ও বৈষ্ণব পদাবলী অনুসারে, ‘সুবল’ হলেন শ্রীকৃষ্ণের একজন ঘনিষ্ঠ সখা বা বন্ধু। এই গানে কৃষ্ণ তার এই বন্ধুর কাছেই রাধার খবর জানতে চাইছেন।

প্রশ্ন: “Kemon Ache Radha Bol” গানের লিরিক্স বাংলা ও ইংরেজিতে কোথায় পাবো? উত্তর: এই পেজেই গানটির সম্পূর্ণ লিরিক্স বাংলা এবং ইংরেজি উচ্চারণে (Roman Script) নির্ভুলভাবে দেওয়া হয়েছে।

Check Also

a logo for keylyrics.com

সরল মনে এতোই দু:খ দিলে বন্ধু রে Lyrics | Sorol Mone Etoy Dukkho Dile Bondhu Re Lyrics

সরল মনে এতোই দু:খ দিলে বন্ধু রে Lyrics Sorol Mone Etoy Dukkho Dile Bondhu Re …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *