Karar Oi Louho Kopat Lyrics | কারার ঐ লৌহকপাট

Karar Oi Louho Kopat Lyrics
কারার ঐ লৌহকপাট
Debona Bhulite ( Nazul Geeti)
Shovan Ganguly
Music Arrangement: Tunai Debashish Ganguly
Music Programmed by Sabuj- Ashish
Recorded ,Mixed & Mastered by M. Bhabesh at Studio Impression
Cinematography & Direction : Subhadip
Cuts & join: Mandar B

Karar Oi Louho Kopat Lyrics

কারার ঐ লৌহকপাটভেঙে ফেল কর রে লোপাটরক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী
কারার ঐ লৌহকপাটভেঙে ফেল কর রে লোপাটরক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী
ওরে ও তরুণ ঈশানবাজা তোর প্রলয় বিষাণধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি
ওরে ও তরুণ ঈশানবাজা তোর প্রলয় বিষাণধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি
কারার ঐ লৌহকপাটভেঙে ফেল কর রে লোপাটরক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী
গাজনের বাজনা বাজাকে মালিক, কে সে রাজাগাজনের বাজনা বাজাকে মালিক, কে সে রাজাকে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে?কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে?হা হা হা পায় যে হাসি, ভগবান পরবে ফাঁসিসর্বনাশী শিখায় এ হীন তথ্য কে রে
কারার ঐ লৌহকপাটভেঙে ফেল কর রে লোপাটরক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী
ওরে ও পাগলা ভোলাদে রে দে প্রলয় দোলাওরে ও পাগলা ভোলাদে রে দে প্রলয় দোলাগারদগুলা জোরসে ধরে হেচ্কা টানেগারদগুলা জোরসে ধরে হেচ্কা টানেমার হাঁক হায়দারী হাঁক, কাঁধে নে দুন্দুভি ঢাকডাক ওরে ডাক, মৃত্যুকে ডাক জীবন পানে
কারার ঐ লৌহকপাটভেঙে ফেল কর রে লোপাটরক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী
নাচে ওই কালবোশেখীকাটাবি কাল বসে কিনাচে ওই কালবোশেখীকাটাবি কাল বসে কিদেরে দেখি ভীম কারার ঐ ভিত্তি নাড়িদেরে দেখি ভীম কারার ঐ ভিত্তি নাড়ি
লাথি মার ভাঙরে তালাযত সব বন্দী শালায় আগুন-জ্বালা, আগুন-জ্বালাফেল উপাড়ি
লাথি মার ভাঙরে তালাযত সব বন্দী শালায় আগুন-জ্বালা, আগুন-জ্বালাফেল উপাড়ি
কারার ঐ লৌহকপাটভেঙে ফেল কর রে লোপাটরক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী
কারার ঐ লৌহকপাটভেঙে ফেল কর রে লোপাটরক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী
ওরে ও তরুণ ঈশানবাজা তোর প্রলয় বিষাণধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি
ওরে ও তরুণ ঈশানবাজা তোর প্রলয় বিষাণধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি
কারার ঐ লৌহকপাটভেঙে ফেল কর রে লোপাটরক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদীরক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদীরক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী
Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *