Kal Sapini Dhorte Gelam Lyrics | কালসাপিনী ধরতে গেলাম

Kal Sapini Dhorte Gelam Lyrics

কালসাপিনী ধরতে গেলাম

 

Kal Sapini Dhorte Gelam Lyrics

আগে বাইদ্যার সঙ্গ না করে
কালসাপিনী ধরতে গেলাম
সাহসের জোরে
ফণা ধরলো ছোবল মারলো
বিষে অঙ্গ কেমন করে ॥



ওঝা বৈদ্যের কাছে গেলাম
কত শতবার
কিছুতেই আর শান্তি হয় না
দিল বেকারার
ডাক শোনে না মন্ত্র মানে না
ঝাড়লে বিষ উজান ধরে ॥



বাইদ্যা যারা জানে তারা
সাপ ধরিবার কল
বাঁশির গানে ডেকে আনে
বাঁশিতে কৌশল
সাপিনী দেখিলে তারে
অমনি মাথা নত করে ॥

পঞ্চরসে মাখা যেজন
শুদ্ধ শান্ত হয়
কালসাপিনী দংশিলে
তার মরণের নাই ভয়
সে জানে সুধা কোথায় রয়
খেয়ে যায় অমরপুরে ॥



মায়াবিনী কালসাপিনী
এই করিম বলে
মহামন্ত্র না জানিলে
দংশে কপালে
গুরুবস্তু ঠিক থাকিলে
সেজন সাপ ধরতে পারে ॥

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *