কাল কিছুতেই ঘুম এলো না Lyrics
Kal Kichutei Ghum Elona Lyrics
কাল কিছুতেই ঘুম এলো না
Kal Kichutei Ghum Elona (1982)
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: প্রভাস দে
কণ্ঠ: মান্না দে
কাল কিছুতেই ঘুম এলো না Lyrics
কাল কিছুতেই ঘুম এলো না
ঘুম এলোনা ঘুম এলো না
ওই চোখ,ওই মুখ,ওই মৃদু হাসিটি
মন থেকে মোছা গেলো না
কাল কিছুতেই
ঘুম এলোনা ঘুম এলো না।
[আজকে যেভাবে হোক খুঁজব তাকে,
জানব সে অপরূপা কোথায় থাকে]-২
[ভালো করে দেখব সে চঞ্চলাকে]-২
কেন তার নেই তুলনা
কাল কিছুতেই
ঘুম এলোনা ঘুম এলো না।
[যে চাঁদ আকাশে থাকে চাঁদনি রাতে,
লুকোচুরি খেলুক না সে দোষ কি তাতে]-২
[মাটিতে এসেছে নেমে যে জোছনা]-২
সয়না যে তার ছলনা
ওই চোখ,ওই মুখ,ওই মৃদু হাসিটি
মন থেকে মোছা গেলো না
কাল কিছুতেই ঘুম এলো না
ঘুম এলোনা ঘুম এলো না।