Kaharba Noy Dadra Bajau Lyircs
কাহারবা নয় দাদরা বাজাও
কন্ঠঃ মান্না দে।
কথাঃ গৌরপ্রসন্ন মজুমদার।
সুরঃ মান্না দে।
Kaharba Noy Dadra Bajau Lyircs
কাহারবা নয় দাদরা বাজাও, কাহারবা নয় দাদরা বাজাও
উল্টো পাল্টা মারছ চাঁটি শশীকান্ত তুমিই দেখছি
আসরটাকে করবে মাটি, কাহারবা নয় দাদরা বাজাও
রোসনী বাঈয়ের পায়ের পায়েল কলজেটাকে করুক ঘায়েল
আবার পদ্মপাতায় লাগবে না দাগ কলঙ্কপাঁক যতই ঘাঁটি
শশীকান্ত তুমিই দেখছি আসরটাকে করবে মাটি |
কাহারবা নয় দাদরা বাজাও, গোলাপ জল দাও ছিটিয়ে
রক্তে নেশার আগুন ধরাও গোলাপ জল দাও ছিটিয়ে
প্রতি রাতের এই যে আসর এই তো আমার জীবন বাসর
আমার ইচ্ছে করে শূন্যে উঠে মেঘের উপর দিয়ে হাঁটি
আঃ শশীকান্ত তুমিই দেখছি আসরটাকে করবে মাটি
কাহারবা নয় দাদরা বাজাও উল্টোপাল্টা মারছ চাঁটি
শশীকান্ত তুমিই দেখছি আসরটাকে করবে মাটি
কাহারবা নয় দাদরা বাজাও।।