Jole Janme Emon Sahos Lyrics
জলে জন্মে এমন সাহস লিরিক্স
Song : Jole Janme Emon Sahos
গান : জলে জন্মে এমন সাহস
Movie : Janam Janamer Saathi
Artist : Pamela, Soham
Music Director : Deepak Rajat
Lyricist : Manoj Thakur
Release : 2002
Director : Dulal Guha
Starcast : Ferdous Ahmed, Rituparna Sengupta, Depankar Dey, Labony Sarkar
Jole Janme Emon Sahos Lyrics
জলে জন্মে এমন সাহস মাথায় চড়ে বসে
হাজার মন ওজন যে তাঁর সোহাগীর প্রেম রসে।।
বল কী বল কী বল কী…
টোপর টোপর বরের টোপর
টোপর টোপর বরের টোপর
এবার তোমরা বল?
দাদা দেয় একবার বউদি দেয় বার বার
দাদা দেয় একবার বউদি দেয় বার বার
বল কী বল কী বলতো কী বল কী
কী বলতে পারবে?
দাদা দেয় একবার বউদি দেয় বার বার
সিঁদুর সিঁদুর সিঁদুর সিঁদুর
এ কথা কে না জানে সিঁদুর বধুর অলঙ্কার
এ কথা কে না জানে।
কী গো চুপ কেন?
এবার তোমরা বল, তোমরা বল?
হেসে হেসে যায়গো নারী পর পুরুষের কাছে
হেসে হেসে যায়গো নারী পর পুরুষের কাছে
নেবার সময় কষ্ট লাগে দেয়া হলে সে হাসে
নেবার সময় কষ্ট লাগে দেয়া হলে সে হাসে
বল কী বল কী বল কী
ওয়ান টু
জানি না, বল কী?
শাঁখা শাঁখা, বুঝলে খুকি।
বার মাসে কচি কচি তের মাসে পড়ে
ডাইনে বায় গন্ডা গন্ডা ছেলে প্রসব করে
বল কী বল কী বল কী বল কী
কলা গাছ, কলা গাছ, কলা গাছরে
কলা গাছ, কলা গাছ, কলা গাছরে
ও ভালো মানুষের ঝি, তোমার ব্যাপার বল কী?
ও ভালো মানুষের ঝি, তোমার ব্যাপার বল কী?
দেখতে এসে থেমে গেলে ছিঃ ছিঃ
বল কী কী কী ও বল কী কী কী
বল কী কী কী ও বল কী কী কী
পারলে না তো
ঘোমটা
মেনকা মাথায় দিল ঘোমটা
কলি কালের এ দেখি খ্যামটা
আজ কাল বউরা মাথায় দেয় না ঘোমটা
বাটির মধ্যে বাটি এমনি পরিপাটি
বাটির মধ্যে বাটি এমনি পরিপাটি
যে না আজ বলতে তাঁর নাকটি কাটি
বল বল বল তোমরা বল দেখি
যে না আজ বলতে তাঁর নাকটি কাটি
কি বলতে পারলে নাতো?
যা দেখে জিভে আসে জল
তাঁর নামটি চালতা ফল
যদি মুখের কাছে পায় ছেলে খায় মেয়ে খায়
খেলে সবার মন ভরে পেটতো ভরে না
যদি মুখের কাছে পায় ছেলে খায় মেয়ে খায়
যদি মুখের কাছে পায় ছেলে খায় মেয়ে খায়
যদি মুখের কাছে পায়
চুম্মা চুম্মা দে দে চুম্মা
চুম্মা চুম্মা দে দে চুম্মা
দু পায়ের মাঝ খানে আস্তে করে ঢুকালাম
দু পায়ের মাঝ খানে আস্তে করে ঢুকালাম
ঘট করে চাপ দিয়ে মুখে ভরে নিলাম
দু পায়ের মাঝ খানে আস্তে করে ঢুকালাম
দু পায়ের মাঝ খানে আস্তে করে ঢুকালাম
ঘট করে চাপ দিয়ে মুখে ভরে নিলাম
ছি ছি ছি অসভ্য
না সুন্দরী
তোমরা ভুল ভেবো না
ঠাকুরমার পান খাওয়ার যাতি আর সুপারি।
চিৎ করে ঘরে ফেলে উপুড় হয়ে বারে বারে
এমন তারা করে তারে কিছু শুধু নড়ে চড়ে
বল কী এবার তোমরা বল কী বল কী
বল কী এবার তোমরা বল কী বল কী
ননসেন্স, অসভ্য, পাগল
তোমরা ভুল বুঝো না কিন্তু
শুনে যাও গানে গানে বলি হায় কানে কানে
শুনে যাও গানে গানে বলি হায় কানে কানে
তোমরা সবাই রেখো মনে মেয়েদের কারবার কারবার
সাত পাকে চায় সবার শিল নোড়া
সাত পাকে চায় সবার শিল নোড়া
সাত পাকে চায় সবার শিল নোড়া
শিল নোড়া