Jogot Maatilo (জগৎ মাতিলো) Lyrics | Iman Chakraborty

Jogot Maatilo (জগৎ মাতিলো) Lyrics | Iman Chakraborty

Song Name : Jogot Maatilo
Singer : Iman Chakraborty
Lyricist : Akash Chakrabarty
Composition : Nilanjan Ghosh and Akash Chakrabarty
Direction and concept : Mukesh Roy Max
DOP : Rohan Kumar Paul and Saikat Das
Edit : Rohan Kumar Paul
Music On : T-Series

 

Jogot Maatilo (জগৎ মাতিলো) Lyrics


ধুম তেনা, তেনা তেনা, ধেনা ধেনা
ধুম-তেনা, তেনা তেনা, ধেনা ধেনা
ধুম তেনা, তেনা তেনা, ধেনা ধেনা
কে বটে, কে বটে, কে বটে, কে বটে
কে বটে তুই বিটিলো
এলি যেই জগৎ মাতিলো,
কে বটে তুই বিটিলো
এলি যেই জগৎ মাতিলো।


কাশেরও বনে বনে নাচন লাগিল
শাঁখে কাঁসরে সে কি বাজন বাজিল,
কাশেরও বনে বনে নাচন লাগিল
শাঁখে কাঁসরে সে কি বাজন বাজিল,
মনেরও দরজায় গোপন যা ছিল
মনেরও দরজায় গোপন যা ছিল,
সে খুশি, আকাশে, মেঘে পা রাখিল
এলি যেই জগৎ মাতিল।
এ কে বটে তুই বিটিল
এলি যেই জগত মাতিল।

মনে মনে সারা বছর ভর
যে খুশির পথ চেয়ে যাই,
কেন তুই আসলে পরে মেয়ে
দেখি তার কুল কিনারা নাই।

যে খুশির ছন্দে বাজে
পরানে একশোটা ঢাক,
যে খুশির রঙ বাহারে
রাত্রি দিনের ভুলছে ফারাক,
যে খুশি ভোরের আলোয়
শিউলির মতন ঝরে,
যে খুশির গন্ধে আজও
স্মৃতির ধুলো উপচে পড়ে।


সে খুশির বন্যা আনার
মন্ত্র তোকে বল কে দিলো?
সে খুশির বন্যা আনার
মন্ত্র তোকে বল কে দিলো?
কে লো তুই, এলি যেই,
সে খুশি আসিল,
এলি যেই জগত মাতিলো।

কে বটে তুই বিটিলো
এলি যেই জগৎ মাতিলো,
কাশেরও বনে বনে নাচন লাগিলো
শাঁখে কাঁসরে সে কি বাজন বাজিলো,
মনেরও দরজায় গোপন যা ছিলো
মনেরও দরজায় গোপন যা ছিল,
সে খুশি, আকাশে, মেঘে পা রাখিল
এলি যেই জগৎ মাতিল।
এ কে বটে তুই বিটিল
এলি যেই জগত মাতিল।



Jogot Maatilo Lyrics


Ke bote tui bitilo
Eli jei jogot matilo
Kashero bone bone nachon lagilo
Shakhe kashore se ki bajon bajilo
Monero dorjay gopon jaa chilo
Se khushi akashe meghe paa rakhilo
Eli jei jogot matilo

Mone mone sara bochor bhor
Je khushir poth cheye jai
Keno tui ashle pore meye
Dekhi taar kul kinara nai

Je khushir chhonde baaje
Porane ekshota dhak
Je khushir rong bahare
Raatri diner bhulche farak
Je khushi bhorer aaloy
Sheulir moton jhore
Je khushir gondhe aajo
Smritir dhulo upche pore

Se khushir bonna anar
Mantra toke bol ke dilo
Ke lo tui eli jei
Se khushi ashilo
Eli jei jogot matilo
Ke bote tui bitilo
Eli jei jogot matilo

 

গান সম্পর্কে প্রাথমিক তথ্য (Basic Song Information)

  • গানের নাম (Song Name): Jogot Maatilo (জগৎ মাতিলো)

  • কণ্ঠশিল্পী (Singer): Iman Chakraborty

  • গীতিকার (Lyricist): Akash Chakrabarty

  • সুরকার (Composition): Nilanjan Ghosh and Akash Chakrabarty

  • পরিচালনা ও ধারণা (Direction and Concept): Mukesh Roy Max

  • চিত্রগ্রহণ (DOP): Rohan Kumar Paul and Saikat Das

  • সম্পাদনা (Edit): Rohan Kumar Paul

  • মিউজিক লেবেল (Music On): T-Series Bangla

  • প্রকাশের তারিখ (Publish Date): October 01, 2024

  • ভিডিও লিঙ্ক (Video Link): https://youtu.be/yLNN_8kjesU

 

জগৎ মাতিলো: আগমনীর সুর, উৎসবের আনন্দ

ইমন চক্রবর্তী’র মুগ্ধ করা কন্ঠে ‘জগৎ মাতিলো’ গানটি দুর্গাপূজার আগমনী বার্তা নিয়ে আসে এক অন্যরকম আনন্দ ও উদ্দীপনা। এই গানটি শুধু একটি সুর নয়, এটি বাঙালির চিরন্তন উৎসবের অনুভূতির প্রতিচ্ছবি। আকাশ চক্রবর্তী’র কথায় এবং নীলাঞ্জন ঘোষ ও আকাশ চক্রবর্তী’র সুরে, গানটি প্রকৃতির সাথে মানুষের আত্মিক যোগসূত্র এবং আনন্দময় এক পরিবেশ ফুটিয়ে তোলে।

গানের প্রতিটি ছত্রে কাশফুলের বনে নাচন লাগার [00:55] কথা, শাঁখ ও কাঁসরের বাজনার কথা [00:59] উল্লেখ করা হয়েছে, যা দেবী দুর্গার আগমনের প্রতীক। লুকানো খুশি কিভাবে মেঘে পা রেখে আকাশে ছড়িয়ে পড়ে, তার বর্ণনা শ্রোতাদের মনকে এক ভিন্ন জগতে নিয়ে যায়। বিশেষ করে, “কে বটে তুই বিটিলো, এলি যেই জগৎ মাতিলো” [00:42] লাইনটি দেবীর আগমনকে কেন্দ্র করে এক রহস্যময় এবং আনন্দময় জিজ্ঞাসা তৈরি করে, যা শ্রোতাদের গভীরভাবে স্পর্শ করে। এই গানটি দুর্গাপূজা এবং যেকোনো আনন্দঘন মুহূর্তে উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তুলতে সক্ষম।

 

প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১: ‘জগৎ মাতিলো’ গানটি কে গেয়েছেন? উত্তর ১: ‘জগৎ মাতিলো’ গানটি জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমন চক্রবর্তী গেয়েছেন।

প্রশ্ন ২: ‘জগৎ মাতিলো’ গানের গীতিকার এবং সুরকার কারা? উত্তর ২: এই গানের গীতিকার হলেন আকাশ চক্রবর্তী। সুর করেছেন নীলাঞ্জন ঘোষ এবং আকাশ চক্রবর্তী

প্রশ্ন ৩: ‘জগৎ মাতিলো’ গানটি কোন উৎসবের জন্য তৈরি? উত্তর ৩: ‘জগৎ মাতিলো’ গানটি মূলত দুর্গাপূজার আগমনী বার্তা এবং উৎসবের আনন্দকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে।

প্রশ্ন ৪: ‘জগৎ মাতিলো’ গানটির মূল থিম কী? উত্তর ৪: গানটির মূল থিম হলো দেবী দুর্গার আগমনকে ঘিরে প্রকৃতি ও মানুষের মনে জেগে ওঠা অফুরন্ত আনন্দ ও উদ্দীপনা। কাশফুলের বনে নাচন [00:55] এবং শাঁখ-কাঁসরের বাদ্যির মাধ্যমে [00:59] উৎসবের আমেজকে তুলে ধরা হয়েছে।

প্রশ্ন ৫: ‘জগৎ মাতিলো’ গানটি কোন ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে? উত্তর ৫: গানটি T-Series Bangla ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *