যদি তুমি না এ গান কোনোদিন শোনো
Jodi Tumi Na E Gaan Konodin Shono Lyrics
কথা : শ্যামল গুপ্ত।
সুর : সতীনাথ মুখোপাধ্যায়
যদি তুমি না এ গান কোনোদিন শোনো
যদি তুমি না এ গান কোনোদিন শোনো
কেউ শোনে বা না শোনে কি আসে যায়?
যদি তুমি না মোর পথ চেয়ে দিন গোন
আমি অকালে হারালে কি আসে যায়?
তুমি জানো কি তা জানো না আমিতো জানি
কেন তোমারই কাছে আমি কেন অভিমানী
যদি তুমি কখনো চাও ফিরায়ে দিতে
কেউ ডাকে বা না ডাকে কি আসে যায়?
তুমি কি দেখে বোঝা না
আকাশে কত তারা যে
তবু না পেয়ে জোছনা
রজনী দিশা হারা যে।
তুমি মান কি তা মান না আমিতো মানি
ঐ সাগরে কারো তৃষ্ণা মেটে কতখানি
যদি তোমারই নদী ঠাঁই না দেবে কূলে
আমি অকূলে মিলালে কি আসে যায়?