Jodi Tumi Jante Lyrics
শিরোনামঃ যদি তুমি জানতে
শিল্পীঃ মিনার রহমান
অ্যালবামঃ যদি তুমি জানতে
গীতিকারঃ এ মিজান
সুরকারঃ আহমেদ হুমায়ূন
Jodi Tumi Jante Lyrics
কতটা প্রেম জমেছে বুকে,
যদি তুমি জানতে
কতটা হ্মত তোমার অসুখে,
তবে খুজতে না ভুল
ভুলের ঠিকানায় ।
আমার ঝপসা চোঁখের
বারান্দাতে দীর্ঘ শ্বাসের জল,
আমার মুঠােয় বন্দী
এখন শুধুই স্মৃতির শতদল ।
যদি তুমি জনতে
কতটা প্রেম জমেছে বুকে,
যদি তুমি জানতে……?
রোদেলা সময় হয়েছে মেঘ
তোমারই নামে পুড়ছে আবেগ,
তবু পথ খুজে যায় পথের সীমানায়,
আমার ঝপসা চোঁখের
বারান্দাতে দীর্ঘ শ্বাসের জল,
আমার মুঠোয় বন্দী
এখন শুধুই স্মৃতির শতদল ।
জলে ছুয়ে যায় চোঁখে বারে বার
তুমি না ফিরলে আমি হবো কার,
তাই পথ খুজে যায় পথের সীমানায়,
যদি তুমি জানতে
কতটা প্রেম জমেছে বুকে,
যদি তুমি জানতে
কতটা হ্মত তোমার অসুখে,
তবে খুজতে না ভুল ভুলের ঠিকানায় ।।
Jodi Tumi Jante Lyrics in Bangla
যদি তুমি জানতেকতটা প্রেম জমেছে বুকেযদি তুমি জানতেকতটা ক্ষত তোমার অসুখেতবে খুঁজতে না ভুলভুলের ঠিকানায়
আমার ঝাপসা চোখেরবারান্দাতে দীর্ঘ শ্বাসের জলআমার মুঠোয় বন্দীএখন শুধুই স্মৃতির শতদলআমার ঝাপসা চোখেরবারান্দাতে দীর্ঘ শ্বাসের জলআমার মুঠোয় বন্দীএখন শুধুই স্মৃতির শতদল
যদি তুমি জানতেকতটা প্রেম জমেছে বুকেযদি তুমি জানতে
রোদেলা সময় হয়েছে মেঘতোমারই নামে পুড়ছে আবেগরোদেলা সময় হয়েছে মেঘতোমারই নামে পুড়ছে আবেগতবু পথ খুঁজে যায়, পথের সীমানায়
আমার ঝাপসা চোখেরবারান্দাতে দীর্ঘ শ্বাসের জলআমার মুঠোয় বন্দীএখন শুধুই স্মৃতির শতদলআমার ঝাপসা চোখেরবারান্দাতে দীর্ঘ শ্বাসের জলআমার মুঠোয় বন্দীএখন শুধুই স্মৃতির শতদল
জলে ছুঁয়ে যায়, চোখে বারেবারতুমি না ফিরলে আমি হবো কার?জলে ছুঁয়ে যায়, চোখে বারেবারতুমি না ফিরলে আমি হবো কার?তাই পথ খুঁজে যায় পথের সীমানায়
আমার ঝাপসা চোখেরবারান্দাতে দীর্ঘ শ্বাসের জলআমার মুঠোয় বন্দীএখন শুধুই স্মৃতির শতদলআমার ঝাপসা চোখেরবারান্দাতে দীর্ঘ শ্বাসের জলআমার মুঠোয় বন্দীএখন শুধুই স্মৃতির শতদল
যদি তুমি জানতেকতটা প্রেম জমেছে বুকেযদি তুমি জানতেকতটা ক্ষত তোমার অসুখেতবে খুঁজতে না ভুলভুলের ঠিকানায়
আমার ঝাপসা চোখেরবারান্দাতে দীর্ঘ শ্বাসের জলআমার মুঠোয় বন্দীএখন শুধুই স্মৃতির শতদলআমার ঝাপসা চোখেরবারান্দাতে দীর্ঘ শ্বাসের জলআমার মুঠোয় বন্দীএখন শুধুই স্মৃতির শতদল

