Jodi Sundor Ekta Mukh Lyrics | যদি সুন্দর একটা মুখ লিরিক্স

Jodi Sundor Ekta Mukh Lyrics

যদি সুন্দর একটা মুখ লিরিক্স

Song: Jodi Sundor Ekta Mukh Paitam
Cast: Shabana & Ujjal
Singer: Sabina Yasmin
Lyricist: M. N. Akhtar
Composer: Satya Saha
Movie: Anuvob
Director: Azizur Rahman
Producer: Sree Shoilen Chandra Das
Production: Ekota Cholochitra
Label: Anupam

Jodi Sundor Ekta Mukh Lyrics

 

যদি সুন্দর একটা মুখ পাইতাম
যদি সুন্দর একটা মন পাইতাম
সদর ঘাটের পানের খিলি তারে
বানাই খাবাইতাম।।

 

এক দিন তারে কাছে পেলে
রসের পিড়িত শিখাইতাম
আমি রসের পিড়িত শিখাইতাম
সদর ঘাটের পানের খিলি তারে
বানাই খাওয়াইতাম।

 

নতুন মুখের নতুন কথা শুনিতে সুন্দর
মাঝে মাঝে পান চিবাইত হাসিরও ভিতর।

প্রেমের মালা দুটি হাতে তারই গলায় পরাইতাম
আমি তারই গলায় পরাইতাম
সদর ঘাটের পানের খিলি তারে বানাই খাওয়াইতাম।

 

রসের কথা রসের পিড়িত যদি সে না জানে
দু’ চার কথা কইতাম তারে প্রেমের কারণে।

নর-নারীর সাধের পিড়িত
নর-নারীর রসের পিড়িত কি মজা তারে বুঝাইতাম
আমি কি মজা তারে শিখাইতাম
সদর ঘাটের পানের খিলি তারে বানাই খাওয়াইতাম।।

 

Check Also

Ami Surer Piyashi Lyrics

আমি সুরের পিয়াসী Lyrics | Ami Surer Piyashi Lyrics

আমি সুরের পিয়াসী Lyrics Ami Surer Piyashi Lyrics আমি সুরের পিয়াসীAmi Surer Piyashiকথা: রতন সাহাসুর: …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *