যদি ভুল করেই ভুল মধুর হলো Lyrics | Jodi Bhul Kore Bhul Modhur Holo Lyrics

যদি ভুল করেই ভুল মধুর হলো Lyrics

Jodi Bhul Kore Bhul Modhur Holo Lyrics

‘অগ্নিপরীক্ষা\’ কথাচিত্রের গান।
শিল্পী : সন্ধ্যা মুখোপাধ্যায়।
সুর : অনুপম ঘটক।

 

যদি ভুল করেই ভুল মধুর হলো Lyrics

 

যদি ভুল করেই ভুল মধুর হলো
মন কেন মানে না।
কেন একটু ছোঁয়া দোলায় আমায়
কেউ তো জানে না।।
আজ হারিয়ে যেতে তবে কিসের বাধা
যদি এ ভুল হলো গো ভালো
আঁধার এসে যে আলো
আহা তাই এ বাঁশী খুঁজে পায় কি হাসি
সুরে আজ পড়ে সে বাধা
তবে ফাগুন কেন দেখেও আমায়
কাছে তার টানে না।।
কেন সে আমায় আজ এমন করে
ডাক দিয়ে ঐ যায়
তারই সুরে হৃদয় আমার
ব্যাকুল হতে চায় চায় গো
ব্যাকুল হতে চায়।
এই একটু খুশী, এই একটু নেশা
কেন ভোলালো আমায়
আর দোলালো আমায়
বলো এ কি মায়া মোর আঁখি ছায়া
স্বপ্নে যেন মেশা
তবু আমায় দেবার হৃদয় নিয়ে
কেন সে মালা আনে না।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *