যদি আরেক জনম আমি পাই গো Lyrics
Jodi Arek Jonom Ami Paigo Lyrics
যদি আরেক জনম আমি পাই গো
এই জনমে তুমি হলেনা আপন
যদি আরেক জনম আমি পাই গো Lyrics
যদি আরেক জনম আমি পাই গো
সে জনমে তোমাকে চাই গো
যদি আরেক জনম আমি পাই গো
সে জনমে তোমাকে চাই গো
এই জনমে তুমি হলেনা আপন
প্রেমের নামে শুধু ভেঙ্গে দিলে মন
বিধির কাছে সবি কইবো
যদি আরেক জনম আমি পাই গো
সে জনমে তোমাকে চাই গো
কারে দেখাবো আমি বুকের ব্যথা
তুমি যে আমার সাথী হলেনা
এমন করে বুকে জ্বলছে আগুন
সইতে আমি আর পারিনা
তুমি তো খুঁজে নিলে সুখের ভূবন
আমার হৃদয় পুড়ে ছাই গো
যদি আরেক জনম আমি পাই গো
সে জনমে তোমাকে চাই গো
তোমাকে ভালোবেসে এই আমি আজ
হয়েছি পাথরের পাহাড়
যে চোখে ছিলো আমার স্বপ্ন বাগান
এই চোখে সাগর জোয়ার
তবুও বলে মন হাত বাড়িয়ে
তোমার শত ব্যথা সইবো
যদি আরেক জনম আমি পাই গো
সে জনমে তোমাকে চাই গো
এ জনমে তুমি হলেনা আপন
প্রেমের নামে শুধু ভেঙ্গে দিলে মন
বিধির কাছে সবিই কইবো
যদি আরেক জনম আমি পাই গো
সে জনমে তোমাকে চাই গো
Jodi Arek Jonom Ami Paigo Lyrics
এই জনমে তুমি হলেনা আপন
প্রেমের নামে শুধু ভেঙ্গে দিলে মন
বিধির কাছে সবি কইবো
যদি আরেক জনম আমি পাই গো
সে জনমে তোমাকে চাই গো
কারে দেখাবো আমি বুকের ব্যথা
তুমি যে আমার সাথী হলেনা
এমন করে বুকে জ্বলছে আগুন
সইতে আমি আর পারিনা
তুমি তো খুঁজে নিলে সুখের ভূবন
আমার হৃদয় পুড়ে ছাই গো
যদি আরেক জনম আমি পাই গো
সে জনমে তোমাকে চাই গো
তোমাকে ভালোবেসে এই আমি আজ
হয়েছি পাথরের পাহাড়
যে চোখে ছিলো আমার স্বপ্ন বাগান
এই চোখে সাগর জোয়ার
তবুও বলে মন হাত বাড়িয়ে
তোমার শত ব্যথা সইবো
যদি আরেক জনম আমি পাই গো
সে জনমে তোমাকে চাই গো
এ জনমে তুমি হলেনা আপন
প্রেমের নামে শুধু ভেঙ্গে দিলে মন
বিধির কাছে সবিই কইবো
যদি আরেক জনম আমি পাই গো
সে জনমে তোমাকে চাই গো
