জীবন মানে যন্ত্রনা নয় ফুলের বিছানা Lyrics
Jibon Mane Jontrona Noy Phuler Bichana Lyrics
গানঃ জীবন মানে যন্ত্রনা নয় ফুলের বিছানা
শিল্পীঃ সাবিনা ইয়াসমিন
সুরকারঃ শেখ সাদী খান
গীতিকারঃ মনিরুজ্জামান মনির
ছায়াছবি : এখনই সময়
বছরঃ ১৯৮০
প্রিয় নাট্যকার,চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা আবদুল্লাহ আল মামুন পরিচালিত ‘এখনই সময়'(১৯৮০) চলচ্চিত্রের ‘জীবন মানে যন্ত্রণা’ গানের দৃশ্যে তারানা হালিম ও ববিতা।
জীবন মানে যন্ত্রনা নয় ফুলের বিছানা Lyrics
জীবন মানে যন্ত্রনা নয় ফুলের বিছানা
সে কথা সহজে কেউ মানতে চায় না
চোখ মেলে যে দেখে না কাঁচের দেয়াল ভাঙ্গে না
কত কঠিন পৃথিবী সে বুঝতে পারে না।
সময়ের সাথে সবাই হার মেনে যায়
আঘাতে আঘাতে ব্যর্থ অসাচে স্বপ্ন হারায়।
পথে যে নামে না প্রতিবাদ করে না
অনিয়মের নিয়ম সে তো ভাংতে পারে না, ভাংতে পারে না।
মানুষের ভীড়ে মানুষ চায় শুধু ঠাই
এখানে ওখানে বাঁচার প্রয়োজনে চলছে লড়াই।
চোখের জলে কে ভাসে প্রান খুলে কে হাসে
সে খবর কেউ নেয় না।।