JHOOM Lyrics (ঝুম) | Tumi Amay Dekechile Lyrics | তুমি আমায় ডেকেছিলে | MINAR RAHMAN | JHOOM |

JHOOM Lyrics (ঝুম)
Tumi Amay Dekechile Lyrics
তুমি আমায় ডেকেছিলে
MINAR RAHMAN | JHOOM
মিনার রহমান

JHOOM Lyrics (ঝুম)

তুমি আমায় ডেকেছিলে
এক মেঘে ঢাকা দিনে
কেন আমি দেইনি সাড়া
আমার চোখে আকাশ দেখে
তুমি বলেছিলে কিছু
বুঝিনি কেন সেই ইশারা
এখন আমি অন্য আমি হয়ে
ছুটে চলি তোমারই শহরে
হারিয়ে চোখের যত ঘুম
ঝুম
উড়ে উড়ে দূরে দূরে
ঝুম
মেঘে মেঘে ডানা মেলে
ঝুম
উড়ে ঘুরে তারে ডাকি
ঝুম
উড়ে উড়ে দূরে দূরে
ঝুম
মেঘে মেঘে ডানা মেলে
ঝুম
উড়ি ঘুরে তারেই খুঁজি
আলো আধারির এ মায়ায়
এই অবেলায়
মন যে হারায়
চেনা মেঘে অচেনা কত পথ
হঠাৎ কেনো থমকে দাঁড়ায়
তোমার আমার ফেলে আসা যত
রঙিন রঙিন স্মৃতি
লুকিয়ে অবুঝ ঠিকানায়
অচিন মনের অচিন কোন কোণে
বন্দী আজও আমি
ভুল সে পথের সীমানায়
এখন আমি অন্য আমি হয়ে
ছুটে চলি তোমারই শহরে
হারিয়ে চোখের যত ঘুম
ঝুম
উড়ে উড়ে দূরে দূরে
ঝুম
মেঘে মেঘে ডানা মেলে
ঝুম
উড়ে ঘুরে তারে ডাকি
ঝুম
উড়ে উড়ে দূরে দূরে
ঝুম
মেঘে মেঘে ডানা মেলে
ঝুম
উড়ি ঘুরে তারেই খুঁজি

JHOOM Lyrics (ঝুম) Video

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *