যে চোখেতে এত জল আসে | Je Chokhete Eto Jol Ase

যে চোখেতে এত জল আসে
Je Chokhete Eto Jol Ase
অ্যালবাম: আঁকাবাঁকা পথে
কথা: চিরঞ্জিত বসু
সুর: সৌমিক বসু
কণ্ঠ: অমিত কুমার

 

যে চোখেতে এত জল আসে


[যে চোখেতে এত জল আসে
সেই চোখ ভালোবাসা চায়
যদি না আসো অবশেষে
অশ্রু যে হয় নিরুপায়]-২
যে চোখেতে এত জল আসে।
[তুমি কি দেখেছো ফুলের বনে?
ভোমর গায় কত গান,
সেই ফুলে মালা গেঁথে নিয়েছো
বোঝোনি ওদের অভিমান]-২
কী হবে ঝরাপাতা রেখে
স্মৃতি কেন নেয় না বিদায়?
যে চোখেতে এত জল আসে
সেই চোখ ভালোবাসা চায়
যদি না আসো অবশেষে
অশ্রু যে হয় নিরুপায়
যে চোখেতে এত জল আসে।
[কখনো নিঝুম রাতে ছায়ার সাথে
আঁধারের শেষ কিনারায়,
আলোর শুরু কি দেখেছো?
সাত রঙে দীপ এসে যায়]-২
কখনো যদি না থাকো পাশে
শূন্যতা ফিরে ফিরে চায়
যে চোখেতে এত জল আসে
সেই চোখ ভালোবাসা চায়
যদি না আসো অবশেষে
অশ্রু যে হয় নিরুপায়
[যে চোখেতে এত জল আসে]-৩

 

Je Chokhete Eto Jol Ase

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *