জয় জয় জপ্য জয়ে Lyrics | JAYA JAYA JAPYA JAYE Lyrics || KANYARGHYA || FT. VARIOUS ARTISTS

জয় জয় জপ্য জয়ে Lyrics

JAYA JAYA JAPYA JAYE Lyrics

KANYARGHYA

FT. VARIOUS ARTISTS

আগমনী গান
দুর্গা পূজার গান

 

জয় জয় জপ্য জয়ে Lyrics

 

জয় জয় জপ্য জয়ে জয় শব্দ
পরস্তুতি তৎপর বিশ্বনুতে,
জয় জয় জপ্য জয়ে জয় শব্দ
পরস্তুতি তৎপর বিশ্বনুতে,
ঝণঝণ ঝিংঝিমি ঝিংকৃতনূপুর
শিঞ্জিতমোহিত ভূতপতে,
নটিত নটার্ধ নটী নট নায়ক
নাটিতনাট্য সুগানরতে,
জয় জয় হে মহিষাসুরমর্দিনি
রম্যকপর্দিনি শৈলসুতে।

অয়ি সুমনঃ সুমনঃ সুমনঃ সুমনঃ
সুমনোহর কান্তিযুতে,
অয়ি সুমনঃ সুমনঃ সুমনঃ সুমনঃ
সুমনোহর কান্তিযুতে,
শ্রিতরজনী রজনী রজনী,
রজনী রজনীকর বক্‌ত্রবৃতে,
সুনয়ন বিভ্রমর ভ্রমর ভ্রমর ভ্রমর ভ্রমরাধিপতে
জয় জয় হে মহিষাসুরমর্দিনি
রম্যকপর্দিনি শৈলসুতে।


কনকলসৎকল সিন্ধুজলৈরনুষিঞ্চনুতে গুণরঙ্গভুবং
গুণরঙ্গভুবং,
কনকলসৎকল সিন্ধুজলৈরনুষিঞ্চনুতে গুণরঙ্গভুবং
গুণরঙ্গভুবং,
ভজতি স-কিং ন শচীকুচকুম্ভ তটীপরিরম্ভ সুখানুভবম্‌
সুখানুভবম্‌,
ভজতি স-কিং ন শচীকুচকুম্ভ তটীপরিরম্ভ সুখানুভবম্‌
সুখানুভবম্‌,
তব চরণং শরণং করবাণি নতামরবাণি নিবাসি শিবম্‌
তব চরণং শরণং করবাণি নতামরবাণি নিবাসি শিবম্‌,
জয় জয় হে মহিষাসুরমর্দিনি
রম্যকপর্দিনি শৈলসুতে।

 

JAYA JAYA JAPYA JAYE Lyrics

 

jaya jaya japyajaye jayashabda parastutitatatpara vishvanute
jaya jaya japyajaye jayashabda parastutitatatpara vishvanute
jhana jhana jhinjhimijhinkritanoopura sinjitamohita bhootapate
natita nataardhanatiinatanaayaka naatitanaatyasugaanarate
jaya jaya he mahishaasuramardhini ramyakapardini shailasute

ayi sumanah sumanah sumanah sumanah sumanoharakaantiyute
ayi sumanah sumanah sumanah sumanah sumanoharakaantiyute
ayi sumanah sumanah sumanah sumanah sumanoharakaantiyute
shrita rajanii rajanii rajanii rajanii rajaniikaravakravrute
sunayanavibhra marabhra marabhra marabhra marabhra maraadhipate
jaya jaya he mahishaasuramardhini ramyakapardini shailasute

kanakalasatkala sindhujalairanusinchinute gunarangabhuvam, gunarangabhuvam
kanakalasatkala sindhujalairanusinchinute gunarangabhuvam, gunarangabhuvam
bhajati sa kim na sachikuchakumbha tatiiparirambha sukhaanubhavam, sukhaanubhavam
bhajati sa kim na sachikuchakumbha tatiiparirambha sukhaanubhavam, sukhaanubhavam
tava charanam sharanam karavaani nataamaravaani nivaasisivam
tava charanam sharanam karavaani nataamaravaani nivaasisivam
jaya jaya he mahishaasuramardhini ramyakapardini shailasute



মাতৃত্বের কোন আকৃতি হয় না, হয় না কোন রূপ অথবা লিঙ্গ, মাতৃত্ব একটি বোধ মাতৃত্ব একটি চেতনা, সেই চেতনার আলোয় যেমন প্রতিটি প্রাণের জন্ম ঘিরে থাকে অসম্ভব বিষ্ময়,আর প্রত্যেক প্রাণের জন্ম পৃথিবীতে নিয়ে আসে নতুন কোন ভোরের আলো, যে আলোয় স্নান করে দৈব কন্যার জন্মলগ্নে গর্জে ওঠা দেবদূতেরা। যারা বয়ে আনছে সেই প্রাচীন আদীম সুরের কন্যার্ঘ্য । আসুন ভাগ করেনি সেই আদীম সুরের আলোর ছটা , ভাগ করেনি মায়ের আগমনী বার্তা।



Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *