জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন Lyrics | Jay Radhe Jay Krishna Jay Brindabon Lyrics

জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন Lyrics

Jay Radhe Jay Krishna Jay Brindabon Lyrics

জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন Lyrics

জয় রাধে, জয় কৃষ্ণ জয় বৃন্দাবন ।
শ্রীগোবিন্দ গোপীনাথ মদনমোহন ॥

শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরিগোবর্দ্ধন ।
কালিন্দী যমুনা জয় জয় মহাবন ॥

কেশীঘাট বংশীবট দ্বাদশ-কানন ।
যাঁহা সব লীলা কৈল শ্রীনন্দনন্দন ॥

শ্রীনন্দ যশোদা জয়, জয় গোপগণ ।
শ্রীদামাদি জয় জয় ধেনুবৎসগণ ॥

জয় বৃষভানু, জয় কীর্ত্তিদা সুন্দরী ।
জয় পৌর্ণমাসী, জয় আভীর নাগরী ॥

জয় জয় গোপেশ্বর বৃন্দাবন-মাঝ ।
জয় জয় কৃষ্ণসখা বটু দ্বিজরাজ ॥

জয় রাম ঘাট, জয় রোহিনীনন্দন ।
জয় জয় বৃন্দাবনবাসী যত জন ॥

জয় দ্বিজপত্নী, জয় নাগকন্যাগণ ।
ভক্তিতে যাঁহারা পাইল গোবিন্দ চরণ ॥

শ্রীরাসমণ্ডল জয়, জয় রাধাশ্যাম ।
জয় জয় রাসলীলা সর্ব্ব মনোরম ॥

জয় জয়োজ্জ্বলরস সর্ব্বরসসার ।
পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার ॥

শ্রীজাহ্নবা পাদপদ্ম করিয়া স্মরণ ।
দীন কৃষ্ণদাস কহে নাম সংকীর্ত্তন ॥

 

Jay Radhe Jay Krishna Jay Brindabon Lyrics

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *