যাও যাও গিরিবর Lyrics
Jau Jau Giribor Lyrics
যাও যাও গিরিবর
আগমনী গান
দুর্গা পূজার গান
যাও যাও গিরিবর Lyrics
যাও যাও গিরিবর হে,
আনো যে নন্দিনী ভবনে আমার,
যাও যাও গিরিবর হে।
গৌরী দিয়ে দিগম্বরে,
কেমনে রয়েছ ঘরে
কি কঠিন হৃদয় উমার হে,
যাও যাও গিরিবর হে।
জানো তো জামাতার হৃত
সদাই পাগলের মতো,
পরিধান বাঘাম্বর
শিরে জটাভার,
যাও যাও গিরিবর হে।
আপনি শ্মশানে ফিরে,
সঙ্গে লয়ে যায় তারে
কত আছে কপালে উমার,
যাও যাও গিরিবর হে।
শুনেছি নারদের ঠাঁই
গায়ে মাখে চিতা ছাই,
ভূষণ ভীষণ তার
গলে ফণিহার,
যাও যাও গিরিবর হে।
একথা কহিব কায়
সুধাতে যে বিষ খায়,
সুধাতে যে বিষ খায়
কহ দেখি এ কোন বিচার,
যাও যাও গিরিবর হে।
কমলাকান্তের বাণী
শুনো শৈল-শিরোমণি,
শিবের যেমন রীত
বুঝিতে অপার,
যাও যাও গিরিবর হে।
চরণে তুষিয়ে হর
যদি অনিবারে পার,
যদি অনিবারে পার
এনে উমা পাঠায়ো না আর,
যাও যাও গিরিবর হে।