Janmo Amar Dhonyo Holo Lyrics | জন্ম আমার ধন্য হলো

জন্ম আমার ধন্য হলো মাগো
এমন করে আকুল হয়ে
আমায় তুমি ডাকো
জন্ম আমার ধন্য হলো
Janmo Amar Dhonyo Holo
ছবি: দেশপ্রেমিক
গীতিকার: নঈম গওহর
সুরকার: আজাদ রহমান
শিল্পী: সাবিনা ইয়াসমীন

Janmo Amar Dhonyo Holo Lyrics

জন্ম আমার ধন্য হলো মাগো
এমন করে আকুল হয়ে
আমায় তুমি ডাকো।।
তোমার কথায় হাসতে পারি
তোমার কথায় কাঁদতে পারি
মরতে পারি তোমার বুকে
বুকে যদি রাখো মাগো।।
তোমার কথায় কথা বলি
পাখির গানের মতো
তোমার দেখায় বিশ্ব দেখি
বর্ণ কত শত।
তুমি আমার খেলার পুতুল
আমার পাশে থাক মাগো।।
তোমার প্রেমে তোমার গন্ধে
পরান ভরে রাখি
এইতো আমার জীবন-মরণ
এমনি যেন থাকি।
বুকে তোমার ঘুমিয়ে গেলে
জাগিয়ে দিও নাকো মাগো।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *