জাগো দুর্গা জাগো দশপ্রহরণধারিণী Lyrics
Jago Durga Jago Dashapraharanadharini Lyrics
জাগো, তুমি জাগো- bengali lyrics
আগমনী গান
দুর্গা পূজার গান
জাগো দুর্গা জাগো দশপ্রহরণধারিণী Lyrics
জাগো, তুমি জাগো,
জাগো দুর্গা, জাগো দশপ্রহরণধারিণী
অভয়াশক্তি বলপ্রদায়িনী তুমি জাগো।
জাগো, তুমি জাগো..
প্রণমি বরদা, অজরা অতুলা
প্রণমি বরদা, অজরা অতুলা
বহু-বলধারিণী রিপুদলবারিণী জাগো মা।
শরণময়ী চন্ডিকা শংকরী জাগো,
জাগো মা,
জাগো অসুরবিনাশিনী, তুমি জাগো।
জাগো, তুমি জাগো,
জাগো দুর্গা, জাগো দশপ্রহরণধারিণী
অভয়াশক্তি বলপ্রদায়িনী তুমি জাগো।
জাগো, তুমি জাগো..
1 thought on “জাগো দুর্গা জাগো দশপ্রহরণধারিণী Lyrics | Jago Durga Jago Dashapraharanadharini Lyrics”