জাগো নওজোয়ান Lyrics | Jaago Naujawan Lyrics

জাগো নওজোয়ান Lyrics

Jaago Naujawan Lyrics

জাগো নওজোয়ান
Jaago Naujawan
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: বাপ্পী লাহিড়ী
কণ্ঠ: মোহাম্মদ আজিজ

 

জাগো নওজোয়ান Lyrics


জাগো নও-জোয়ান
জাগো নও-জোয়ান।
[জাগো নও-জোয়ান
আমাদের প্রতিবাদ রক্তলেখায়
লাল হয়ে লেখা আছে
দেওয়ালের গায়;
শুরু হবে সত্যের সংগ্রাম]-২
[আরো বহু দুর্গম পথ
পার হতে হবে,
নির্মম আরো যে আঘাত
বুকে নিতে হবে]-২
আসছে অগ্নিপরীক্ষা,
হয়তবা দিতে হবে প্রাণ।
[জাগো নও-জোয়ান
আমাদের প্রতিবাদ রক্তলেখায়
লাল হয়ে লেখা আছে
দেওয়ালের গায়;
শুরু হবে সত্যের সংগ্রাম]-২
[সভ্য সমাজে সাধু সেজে,
যারা দলে দলে
অর্থের নোংরা প্রদর্শনী,
সায় দিয়ে চলে]-২
তাদের মুখোশ খুলে দেবো
চেনাব তারা যে শয়তান।
[জাগো নও-জোয়ান
আমাদের প্রতিবাদ রক্তলেখায়
লাল হয়ে লেখা আছে,
দেওয়ালের গায়
শুরু হবে সত্যের সংগ্রাম]-৩
শুরু হবে সত্যের সংগ্রাম
শুরু হবে সত্যের সংগ্রাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *