জাগো যোগমায়া Lyrics
Jaago Jogomaya Lyrics
জাগো যোগমায়া
আগমনী গান
দুর্গা পূজার গান
জাগো যোগমায়া Lyrics
জাগো যোগমায়া জাগো মৃন্ময়ী
চিন্ময়ী রূপে জাগো,
তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদে
আর ডাকে মা গো।
বরষ বরষ কৃথা কেঁদে যাই
কৃথাই মা তোর আগমনী গাই,
সেই কবে মা আসিলি ত্রেতায়
আর আসিলি না গো।
কোটি নয়নের নীল পদ্ম মা
ছিঁড়িয়া দিলাম চরণে তোর,
জাগিলিনে তুই, এলিনে ধরায়
মা কবে হয় হেন কঠোর।
দশভুজে দশপ্ৰহরণ ধরি’
আয় মা দশদিক আলো করি’,
দশ হাতে আন্ কল্যাণ ভরি’
নিশীথ-শেষের ঊষা গো।