জাগো যোগমায়া Lyrics | Jaago Jogomaya Lyrics

জাগো যোগমায়া Lyrics

Jaago Jogomaya Lyrics

জাগো যোগমায়া

আগমনী গান

দুর্গা পূজার গান

 

জাগো যোগমায়া Lyrics




জাগো যোগমায়া জাগো মৃন্ময়ী
চিন্ময়ী রূপে জাগো,
তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদে
আর ডাকে মা গো।

বরষ বরষ কৃথা কেঁদে যাই
কৃথাই মা তোর আগমনী গাই,
সেই কবে মা আসিলি ত্রেতায়
আর আসিলি না গো।


কোটি নয়নের নীল পদ্ম মা
ছিঁড়িয়া দিলাম চরণে তোর,
জাগিলিনে তুই, এলিনে ধরায়
মা কবে হয় হেন কঠোর।

দশভুজে দশপ্ৰহরণ ধরি’
আয় মা দশদিক আলো করি’,
দশ হাতে আন্‌ কল্যাণ ভরি’
নিশীথ-শেষের ঊষা গো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *