Hridoy Kada Matir Kono Murti Noy Lyrics | হৃদয় কাদা মাটির কোন মূর্তি নয়

Hridoy Kada Matir Kono Murti Noy Lyrics
হৃদয় কাদা মাটির কোন মূর্তি নয়
Hridoy Kada Matir Kono Murti Noy
অ্যালবাম: তৃতীয় বিশ্ব (১৯৯৪)
গীতিকার: শহীদ মাহমুদ জঙ্গী
সুরকার: নকীব খান
শিল্পী: রেনেসাঁ

Hridoy Kada Matir Kono Murti Noy Lyrics

[হৃদয় কাদা মাটির কোন মূর্তি নয়
আঘাত দিলেই ভেঙে যাবে
মন উড়ন্ত কোন বেলুন নয়
হুল ফোটালেই চুপসে যাবে]-২
হৃদয় কাদা মাটির কোন মূর্তি নয়
আঘাত দিলেই ভেঙে যাবে।
[শুকনো মাঠে ফুল ফোটানো
সারাবেলার খেলা
শূন্যতার মাঝে গড়ি
বিনি সুতোর মালা]-২
বুকের মাঝে ভালোবাসা
থাকবে জীবনময়
হৃদয় কাদা মাটির কোন মূর্তি নয়
আঘাত দিলেই ভেঙে যাবে
মন উড়ন্ত কোন বেলুন নয়
হুল ফোটালেই চুপসে যাবে
হৃদয় কাদা মাটির কোন মূর্তি নয়
আঘাত দিলেই ভেঙে যাবে।
[অন্তর্চক্ষু খোলা রাখি
সবই আমি দেখি,
সাধ্যি কার এই ভুবনে
দেবে আমায় ফাঁকি]-২
বুকের মাঝে ভালোবাসা
থাকবে জীবনময়
[হৃদয় কাদা মাটির কোন মূর্তি নয়
আঘাত দিলেই ভেঙে যাবে
মন উড়ন্ত কোন বেলুন নয়
হুল ফোটালেই চুপসে যাবে]-২
হৃদয় কাদা মাটির কোন মূর্তি নয়
আঘাত দিলেই ভেঙে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *