হরি হরি কবে মোর হ’বে হেন দিন Lyrics | Hori Hori Kobe Mor Hobe Heno Din Lyrics

হরি হরি কবে মোর হ’বে হেন দিন Lyrics
Hori Hori Kobe Mor Hobe Heno Din Lyrics
হরি হরি কবে মোর হ’বে হেন দিন
Hori Hori Kobe Mor Hobe Heno Din
পদকর্তা: শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর
কণ্ঠ: দিবাকর সরকার

হরি হরি কবে মোর হ’বে হেন দিন Lyrics

হরি হরি
[কবে মোর হ’বে হেন দিন]-২
বিমল বৈষ্ণবে,’রতি উপজিবে’,
বাসনা হইবে ক্ষীণ
কবে মোর হ’বে হেন দিন।
অন্তর-বাহিরে,সম ব্যবহারে,
অমানী মানদ হ’ব।
কৃষ্ণ সংকীর্তনে,শ্রীকৃষ্ণ-স্মরণে,
সতত মজিয়া র’ব
অমানী মানদ হ’ব।
[এ দেহের ক্রিয়া,অভ্যাস করিব]-২
জীবনযাপন লাগি’।
[শ্রীকৃষ্ণ ভজনে]-২
অনুকূল যাহা,
তাহে হ’ব অনুরাগী
জীবনযাপন লাগি’।
ভজনের যাহা,প্রতিকূল তাহা,
[দৃঢ়ভাবে তেয়াগিব]-২
[ভজিতে ভজিতে,সময় আসিলে]-২
[এ দেহ ছাড়িয়া দিব]-২
দৃঢ়ভাবে তেয়াগিব।
[ভকতিবিনোদ,এই আশা করি]-২
বসিয়া গোদ্রুমবনে।
প্রভু-কৃপা লাগি’,
[ব্যাকুল অন্তরে]-২
সদা কাঁদে সঙ্গোপনে
[বসিয়া গোদ্রুমবনে]-২
হরি হরি
[কবে মোর হ’বে হেন দিন]-২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *