হরি হরি আর কি এমন দশা হ’ব Lyrics
Hori Hori Ar Ki Emon Dosha Hobo Lyrics
হরি হরি আর কি এমন দশা হ’ব
Hori Hori Ar Ki Emon Dosha Hobo
প্রার্থনা
পদাবলী-কীর্তন
সাধক-দেহোচিত শ্রীবৃন্দাবনবাস-লালসা
কথা: নরোত্তম দাস ঠাকুর
কণ্ঠ: ভাগবত কীর্তন দাস
হরি হরি আর কি এমন দশা হ’ব Lyrics
হরি হরি আর কি এমন দশা হ’ব
[এ ভব-সংসার ত্যজি’,পরম আনন্দে মজি]-২
[আর কবে ব্রজভূমে যা’ব।]-২
[সুখময় বৃন্দাবন,কবে হ’বে দরশন]-২
[সে ধুলি লাগিবে কবে গায়।]-২
[প্রেমে গদগদ হৈঞা,রাধাকৃষ্ণ নাম লৈঞা]-২
[কান্দিয়া বেড়াব উভরায়।]-২
[নিভৃত নিকুঞ্জে যাঞা,অষ্টাঙ্গে প্রণাম হৈঞা]-২
[ডাকিব হা রাধানাথ! বলি’।]-২
[কবে যমুনার তীরে,পরশ করিব নীরে]-২
[কবে পিব করপুটে তুলি’।]-২
[আর কবে এমন হ’ব শ্রীরাসমণ্ডলে যা’ব]-২
[কবে গড়াগড়ি দিব তা’য়।]-২
[বংশীবট-ছায়া পাঞা,পরম আনন্দ হঞা]-২
[পড়িয়া রহিব কবে তা’র ছায়।]-২
[কবে গোবর্ধন-গিরি দেখিব নয়ন ভরি’]-২
[কবে হ’বে রাধাকুণ্ডে বাস।]-২
[ভ্রমিতে ভ্রমিতে কবে,এ দেহ পতন হ’বে]-২
[কহে দীন নরোত্তমদাস।]-৪