হে গিরি শোনো ধরি দুটি পায় Lyrics
He Giri Shono Dhori Duti Pay Lyrics
হে গিরি, শোনো, ধরি দুটি পায়
আগমনী গান
দুর্গা পূজার গান
হে গিরি শোনো ধরি দুটি পায় Lyrics
হে গিরি, শোনো, ধরি দুটি পায়,
এনে দাও, উমারে, আমায়।
স্বপনে দেখেছি তারে, লুটাতে ধুলায় –
হে গিরি, শোনো, ধরি দুটি পায়।
ধরি দুটি পায়,
ধরি, ধরি দুটি পায়-
হে গিরি, শোনো, ধরি দুটি পায়।
লোকে বলে, উমা নাকি উন্মাদিনী,
ঘর ছেড়ে, হয়েছে সে শ্মশানবাসিনী।
বসন-ভূষণ নাই, অঙ্গে মেখেছে ছাই,
আপনি নাচিয়া সে যে ভোলারে নাচায়।
কেমনে বোঝাই গিরি, তুমি যে পাষাণ।
উমারে দেখিতে বুঝি আছে এ পরাণ।
চেয়ে দেখ, ওগো নাথ, ঘরে ঘরে ওই-
মায়ের বুকেতে শিশু ,আমার উমা কই?
আত্মঘাতিনী হয়ে এ জ্বালা জুড়াই রে,
স্ত্রী-বধের পাপ আমি দেবো গো তোমায়।
হে গিরি, শোনো, ধরি দুটি পায়,
হে গিরি, শোনো, ধরি দুটি পায়।
ধরি দুটি পায়,
ধরি দুটি পায়।