হাছন রাজায় কয় আমি কিছু নয় Lyrics | Hason Rajay Koy Ami Kichu Noy Lyrics

হাছন রাজায় কয় আমি কিছু নয় Lyrics

Hason Rajay Koy Ami Kichu Noy Lyrics

 

Hason Rajay Koy Ami Kichu Noy Lyrics

 

হাছন রাজায় কয়, আমি কিছু নয়রে, আমি কিছু নয়
অন্তরে বাহিরে দেখি, কেবল দয়াময়

প্রেমেরি বাজারে হাছন রাজা হইয়াছে লয়।
তুমি বিনে হাছন রাজায় কিছু না দেখয়

প্রেম জ্বালায় জ্বইলা মইলাম আর নাহি সয়
যেদিকে ফিরিয়া চাই, বন্ধু দয়াময়

তুমি আমি, আমি তুমি ছাড়িয়াছি ভয় ।।
উন্মাদ হইয়া হাছন, নাচিয়া বেড়ায়

হাছন রাজায় কয়, আমি কিছু নয়রে, আমি কিছু নয়
অন্তরে বাহিরে দেখি, কেবল দয়াময়

কথা – হাসন রাজা | Hason Raja
কন্ঠ – ফকির নূর আলম | Fakir Nur Alam

 

 

Check Also

a logo for keylyrics.com

কুল গিয়াছে গহিন গাঙ্গে Lyrics | Kul Giyache Gohin Gange Lyrics

কুল গিয়াছে গহিন গাঙ্গে Lyrics Kul Giyache Gohin Gange Lyrics গোলাম ফারুক   কুল গিয়াছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *