Hariye Giyechi Lyrics | হারিয়ে গিয়েছি | Shayan Chowdhury Arnob

Hariye Giyechi Lyrics
হারিয়ে গিয়েছি
Hariye Giyechi
Song by Shayan Chowdhury Arnob

Hariye Giyechi Lyrics

হারিয়ে গিয়েছি, এইতো জরুরী খবর
অবাক দু চোখে, ছায়া কাঁপে ভয়ে অভিমানে
হারিয়ে যাওয়ার নিয়ম নেই এখানে
হারাবো বলে, পা টিপে এগোতে গেলেই
গোটা শহর বাতি জ্বেলে সতর্ক
পায়ে পায়ে হারাবার জায়গা খুঁজে মরি।
কোথাও নেই ঝুম ঝুম অন্ধকার
তক্ষক ডাকা নিশুতিতে
রূপকথা শুনে শিউরে ওঠে না গা
স্বপ্নে আমার শরীরে কেউ
ছড়ায় না শিউলি ফুল
আলোর আকাশ নুয়ে এসে ছোঁয় না কপাল।
হারিয়ে যাইনি তবু, এটাই জরুরী খবর
আকাঙ্খা আর হতাশায় হারিয়ে যাওয়ার কোনো মানে নেই
নিবিঢ় ঘরে আধো আলো বিশ্বাসে
বুকের গভীরে কার যেন ডাক আসে।
যদি কোনদিন ঝরে ঝরে যায় অন্ধকার
ভালোবাসা ধুয়ে দেয় গোটা মুখ আমার
দু’চোখে স্বপ্ন ভরে দিয়ে যায় কেউ
যদি কোনদিন অটুট বিশ্বাসে
যদি কোনোদিন, যদি কোনোদিন, যদি কোনোদিন

হারিয়ে গিয়েছি

হারিয়ে গিয়েছিএইতো জরুরি খবরঅবাক দুই চোখেছায়া কাঁপে ভয় অভিমানেহারিয়ে যাওয়ার নিয়ম নেই এখানেহারাবো বলে, পা টিপে এগুতে গেলেইগোটা শহর বাতি জ্বেলে সতর্কপায়ে পায়ে হারাবার জায়গা খুঁজে মরিগোটা শহর বাতি জ্বেলে সতর্কপায়ে পায়ে হারাবার জায়গা খুঁজে মরি
কোথাও নেই ঝুমঝুম অন্ধকারতক্ষক ডাকা নিশুতিতেরূপকথা শুনে শিউরে উঠে না গাস্বপ্নে আমার শরীরে কেউছড়ায় না শিউলি ফুলআলোর আকাশ নুয়ে এসে ছোঁয় না কপালকোথাও নেই ঝুমঝুম অন্ধকারতক্ষক ডাকা নিশুতিতেরূপকথা শুনে শিউরে উঠে না গাস্বপ্নে আমার শরীরে কেউছড়ায় না শিউলি ফুলআলোর আকাশ নুয়ে এসে ছোঁয় না কপাল
হারিয়ে যাইনি তবু এটাই জরুরি খবরআকাঙ্ক্ষা আর হতাশায় হারিয়ে যাওয়ার কোনো মানে নেইনিবিড় ঘরে আধোআলো বিশ্বাসেবুকের গভীরে কার যেন ডাক আসেযদি কোনোদিন ঝরেঝরে যায় অন্ধকারভালোবাসা ধুয়ে দেয় গোটা মুখ আমারদু’চোখে স্বপ্ন ভরে দিয়ে যায় কেউযদি কোনোদিন অটুট বিশ্বাসেযদি কোনোদিনযদি কোনোদিনযদি কোনোদিনযদি কোনোদিনযদি কোনোদিনযদি কোনোদিনযদি কোনোদিনযদি কোনোদিন…

Check Also

a logo for keylyrics.com

হায়রে মানুষ রঙিন ফানুস Lyrics | Hay Re Manush Rangin Fanush Lyrics

হায়রে মানুষ রঙিন ফানুস Lyrics Hay Re Manush Rangin Fanush Lyrics হায়রে মানুষ রঙিন ফানুসHay …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *