হরি হরি হেন দিন হইবে আমার Lyrics | Hari Hari Heno Dino Hoibe Amar Lyrics

হরি হরি হেন দিন হইবে আমার Lyrics

Hari Hari Heno Dino Hoibe Amar Lyrics

হরি হরি হেন দিন হইবে আমার
Hari Hari Heno Dino Hoibe Amar
স্বাভীষ্ট লালসা
প্রার্থনা
পদকর্তা: নরোত্তম দাস ঠাকুর
কণ্ঠ: নিত্যানন্দ দাস

 

হরি হরি হেন দিন হইবে আমার Lyrics


[হরি হরি! হেন দিন হইবে আমার]-২
[দুহুঁ-অঙ্গ পরশিব দুহুঁ-মুখ নিরখিব]-২
[সেবন করিব দোঁহাকার]-২
হরি হরি! হেন দিন হইবে আমার।
[ললিতা বিশাখা সঙ্গে সেবন করিব রঙ্গে]-২
[মালা গাঁথি দিব নানা ফুলে]-২
[কনক-সম্পুট করি কর্পূর তাম্বূল পূরি]-২
[যোগাইব অধর-যুগলে]-২
হরি হরি! হেন দিন হইবে আমার।
[রাধাকৃষ্ণ বৃন্দাবন সেই মোর প্রাণধন]-২
[সেই মোর জীবন-উপায়]-২
[জয় পতিত-পাবন দেহ মোরে এই ধন]-২
[তোমা বিনে অন্য নাহি ভায়]-২
[শ্রীগুরু করুণা-সিন্ধু অধম জনার বন্ধু]-২
[লোক-নাথ লোকের জীবন]-২
[হা হা! প্রভু কর দয়া দেহ মোরে পদ-ছায়া]-২
[নরোত্তম লইল শরণ]-২
হরি হরি! হেন দিন হইবে আমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *