হরি হরি হেন দিন হইবে আমার Lyrics
Hari Hari Heno Dino Hoibe Amar Lyrics
হরি হরি হেন দিন হইবে আমার
Hari Hari Heno Dino Hoibe Amar
স্বাভীষ্ট লালসা
প্রার্থনা
পদকর্তা: নরোত্তম দাস ঠাকুর
কণ্ঠ: নিত্যানন্দ দাস
হরি হরি হেন দিন হইবে আমার Lyrics
[হরি হরি! হেন দিন হইবে আমার]-২
[দুহুঁ-অঙ্গ পরশিব দুহুঁ-মুখ নিরখিব]-২
[সেবন করিব দোঁহাকার]-২
হরি হরি! হেন দিন হইবে আমার।
[ললিতা বিশাখা সঙ্গে সেবন করিব রঙ্গে]-২
[মালা গাঁথি দিব নানা ফুলে]-২
[কনক-সম্পুট করি কর্পূর তাম্বূল পূরি]-২
[যোগাইব অধর-যুগলে]-২
হরি হরি! হেন দিন হইবে আমার।
[রাধাকৃষ্ণ বৃন্দাবন সেই মোর প্রাণধন]-২
[সেই মোর জীবন-উপায়]-২
[জয় পতিত-পাবন দেহ মোরে এই ধন]-২
[তোমা বিনে অন্য নাহি ভায়]-২
[শ্রীগুরু করুণা-সিন্ধু অধম জনার বন্ধু]-২
[লোক-নাথ লোকের জীবন]-২
[হা হা! প্রভু কর দয়া দেহ মোরে পদ-ছায়া]-২
[নরোত্তম লইল শরণ]-২
হরি হরি! হেন দিন হইবে আমার।