হায়রে লক্ষ্মী বউ
হায় সোহাগী বউ
ঘরে নববধূ আসিতে
সকলেই খুশিতে
হাসিতে ছোটায় ঝড়
বোঝেনা ক’দিন পর
কাঁদাবে সবারে ভেউ ভেউ
আদরের বউ
হায়রে লক্ষ্মী বউ
এ্যালবাম: ভালো হইতে পয়সা লাগেনা
কথা ও সুর: নকুল কুমার বিশ্বাস
Haire Lokkhi Bou Lyrics
হায়রে লক্ষ্মী বউ
হায় সোহাগী বউ
ঘরে নববধূ আসিতে
সকলেই খুশিতে
হাসিতে ছোটায় ঝড়
বোঝেনা ক’দিন পর
কাঁদাবে সবারে ভেউ ভেউ
আদরের বউ।
বউ শ্বশুর বাড়ি নতুন এসে
ধরে না বায়না
মুখে কিছু তুলে দিলেও
গিলে খেতে চায়না
হায় কিছুদিন গেলে পরে
সবে বঞ্চিত করে
একা পেতে চায় সব মৌ।
আদরের বউ।।
মা-বাবা আর ভাই-বোন নিয়ে
সংসার মধুময়
প্রিয়জনের প্রীতির ছোঁয়ায়
খুশির জোয়ার বয়
সেই শান্তির সংসারে
আগুন জ্বালায়ে মারে
লাগায় ভাঙনের ঢেউ।
সোহাগী বউ।।
ভাইয়ের বিপদ সংবাদ যদি
ভাইয়ের কাছে আসে
জীবন বিপন্ন করে ভাই
দাঁড়ায় ভাইয়ের পাশে
সেই ভাইয়ে ভাইয়ে ভাগাভাগি
দা-লাঠিতে লাগালাগি
বউ ছাড়া দায়ী না আর কেউ।
ও লক্ষ্মী বউ।।
নকুল কয় বুঝিনা কেন
স্বার্থের এই বিকার
দু’দিন পরে ছাড়তেই হবে
সাজানো সংসার
বলো ঘটি-বাটি-হাঁড়িটা
হাতা-কাঁথা-শাড়িটা
সঙ্গে কি যাবে গো আদৌ।।