Gora Rang Dekhe Mukhe Dekhi Kalo Kalo Lyrics | গোরা রং মুখে দেখি কালো কালো চশমা

Gora Rang Dekhe Mukhe Dekhi Kalo Kalo Lyrics
গোরা রং মুখে দেখি কালো কালো চশমা
ফ়িল্ম: সুহাগ (১৯৯৪) হিন্দি
কথা: গৌতম সুস্মিত
সঙ্গীত: আনন্দ-মিলিন্দ
কণ্ঠ: বাবুল সুপ্রিয় ও বন্দনা বাজপেয়ী

Gora Rang Dekhe Mukhe Dekhi Kalo Kalo Lyrics

[গোরা রং মুখে দেখি
কালো কালো চশমা (আরে)]-২
মন টানে আর সহেনা
[নেই তার যে উপমা]-২
[গোরা রং মুখে দেখি
কালো কালো চশমা (ও)]-২
[দেখো তাকে সব ছেড়ে
মেয়ে নাকি সে পরী গো
যাদু এমন রূপে তার
বিঁধল তীর এসে বুক ফেঁড়ে]-২
[দৃষ্টির নাগালে যেই সে পড়ে
বুকে যেন ধুক-পুক চলেই বেড়ে]-২
মন টানে আর সহেনা
[নেই তার যে উপমা]-২
[গোরা রং মুখে দেখি
কালো কালো চশমা (আরে)]-২
[এমন নজর ভালো নয়
যাও গো শুনি রোমিও
দেখো না অমন করে
যৌবন জ্বালায় মন পোড়ে]-২
[যাওনা গো দূরে দূরে কাছে এসো না
অঘটন ঘটতে দেরি হবেনা]-২
বিষ জ্বালায় আর পারিনা
[দিওনা গো উপমা]-২
[গোরা রং মুখে দেখি
কালো কালো চশমা (ও)]-২
মন টানে আর সহেনা
[নেই তার যে উপমা]-২
[গোরা রং মুখে দেখি
কালো কালো চশমা (আরে)]-২
Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *