Gopalke Dori Bedhe Lyrics | গোপালকে দড়ি বেঁধে

Gopalke Dori Bedhe Lyrics

গোপালকে দড়ি বেঁধে
ছায়াছবি: দোলন চাঁপা
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সঙ্গীত পরিচালক: কানু ভট্টাচার্য
কন্ঠ: অনুপ জালোটা

Gopalke Dori Bedhe Lyrics

ও ও ও ও ও
[গোপালকে দড়ি বেঁধে রাখিছনে
ছেড়ে দে মা জননী]-২
[মাখন চুরি করুক গোপাল]-২
চুরি করে খাক্ ননী
গোপালকে দড়ি বেঁধে রাখিছনে
[ছেড়ে দে মা জননী]-২

ও যশোদা মা ও যশোদা মা
ওর ছেলেবেলা চলে গেলে
আর তো পাবিনা আর তো পাবিনা
ওর ছেলেবেলা চলে গেলে আর তো পাবিনা
দইয়ের হাঁড়ি ভেঙ্গে ফেলে
ফেলুক এখন নীলমণি
গোপালকে দড়ি বেঁধে রাখিছনে
[ছেড়ে দে মা জননী]-২

দেখ্ মুখে চোখে দই মেখে
তাকিয়ে আছে কিভাবে!
কিছু যেন জানেনা সে
শান্ত সে কত স্বভাবে
শান্ত সে কত স্বভাবে
ও যশোদা মা ও যশোদা মা
ওই দুষ্টুটাকে সাজা দিয়ে
লুকিয়ে কান্দিছনা লুকিয়ে কান্দিছনা,
ওই দুষ্টুটাকে সাজা দিয়ে লুকিয়ে কান্দিছনা
করবি কী করে মা বলে সে ডাকে যদি এখনি
গোপালকে দড়ি বেঁধে রাখিছনে
ছেড়ে দে মা জননী
[মাখন চুরি করুক গোপাল]-২
চুরি করে খাক্ ননী
গোপালকে দড়ি বেঁধে রাখিছনে
[ছেড়ে দে মা জননী]-২

গোপালকে দড়ি বেঁধে

গোপাল কে দড়ি বেঁধে রাখিস নে লিরিক্স :- অনুপ জালোটা

ও.. ও.. ও..

গোপাল কে দড়ি বেঁধে রাখিস নে
ছেড়ে দে মা জননী,
গোপাল কে দড়ি বেঁধে রাখিস নে
ছেড়ে দে মা জননী,
মাখন চুরি করুক গোপাল
মাখন চুরি করুক গোপাল,
চুরি করে খাক্ ননী ..
গোপাল কে দড়ি বেঁধে রাখিস নে
ছেড়ে দে মা জননী ..
ছেড়ে দে মা জননী।।

ও যশোদা মা ..
ও যশোদা মা ..
ওর ছেলে বেলা চলে গেলে
আর তো পাবিনা ..
আর তো পাবি না,
ওর ছেলে বেলা চলে গেলে
আর তো পাবিনা,
দইয়ের হাঁড়ি ভেঙ্গে ফেলে
খেলুক কোন নীলমনি ..
গোপাল কে দড়ি বেঁধে রাখিস নে
ছেড়ে দে মা জননী ..
ছেড়ে দে মা জননী।।

দেখ মুখে চোখে দই মেখে
তাকিয়ে আছে কিভাবে,
কিছু যেন জানেনা সে
শান্ত সে কত স্বভাবে,
শান্ত সে কত স্বভাবে।

ও যশোদা মা ..
ও যশোদা মা ..
ওই দুষ্টুটা কে সাজা দিয়ে
লুকিয়ে কাঁদিস না ..
লুকিয়ে কাঁদিস না,
ওই দুষ্টুটা কে সাজা দিয়ে
লুকিয়ে কাঁদিস না,
করবি কিরে মা বলে সে ডাকে যদি এখনি ..

গোপাল কে দড়ি বেঁধে রাখিস নে
ছেড়ে দে মা জননী,
মাখন চুরি করুক গোপাল
মাখন চুরি করুক গোপাল,
চুরি করে খাক্ ননী ..
গোপাল কে দড়ি বেঁধে রাখিস নে
ছেড়ে দে মা জননী ..
ছেড়ে দে মা জননী।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *