Gobhire Jao ( গভীরে যাও ) | Baishe Srabon | Rupankar

যখন অন্ধকারের মধ্যে হারিয়ে যাওয়ার অনুভূতি ঘিরে ধরে, তখন নিজেকে আরো একবার খুঁজে নিতে হলে ডুব দিতে হয় নিজের মধ্যে। সেই অতল অন্ধকারের মধ্যে জীবনের অর্থ খুঁজে নেওয়ার কথা ফুটে উঠেছে Srijit Mukherji-র ২২শে শ্রাবণ থেকে “গভীরে যাও” (Gobhire Jao) গানে। This melancholy composition by Anupam Roy from Baishe Srabon, starring Prosenjit Chatterjee, Goutam Ghosh, Parambrata Chatterjee, Raima Sen, and Abir Chatterjee, has been sung by Rupankar Bagchi.
গভীরে যাও – Gobhire Jao
Singer: Shreya Ghoshal
Music: Anupam Roy
Lyrics: Anupam Roy
Movie: 22se Shrabon (2011)
Film : Baishe Srabon Producer : SVF Entertainment Pvt. Ltd Presenter : Shrikant Mohta & Mahendra Soni Writer & Director : Srijit Mukherji Singer : Rupanker Composer & lyricist : Anupam Roy
গভীরে যাও আরও গভীরে যাও
এই বুঝি তল পেলে ফের হারালে
প্রয়োজনে ডুবে যাও
জানলা জুড়ে মানুষের কান গলির ভাঁজে ভ্রমরের প্রান
গনিকার গান লেগে থাকে তার ডানায়
আর অন্ধকারে ছটফটিয়ে মুখ ফেরানোর দায়
আর উড়ে আসা ধুসর চোখে সিগারেটের ছাই
নদীর বুকে ঘরের খোঁজে কাটেনি দিন খুব সহজে
বহু বছর মেখেছি রুপোর বালি
সেই রুপোর লোভে বাড়ি ফেরা যাবে রসাতল
আর ভেজা শরীর চোরা স্রোতে কামড়ে ধরে জল

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *