গিরিরানী Lyrics
Girirani Lyrics
গিরিরানী
আগমনী গান
দুর্গা পূজার গান
গিরিরানী Lyrics
গিরিরানী,
রানী এই নাও তোমার উমারে
ধর ধর হরের জীবন ধন।
কত না মিনতি করি
তুষিয়ে ত্রিশূলধারী,
প্রাণ-উমা আনিলাম নিজ পুরে।
দেখ মনে রেখ ভয়
সামান্যা তনয়া নয়,
যারে সেবে বিধি বিষ্ণু হরে।
ও রাঙা চরণ দুটি
হৃদে রাখেন ধূর্জটি,
তিলার্ধ বিচ্ছেদ নাহি করে।
তোমার উমার মায়া
নির্গুণে সগুণ কায়া,
ছায়ামাত্র জীব নাম ধরে।
অসংখ্য তপের ফলে
কপট তনয়া ছলে
মা বলে তোমারে মেনকা রানী।
কমলাকান্তের বাণী
ধন্য ধন্য গিরিরানী,
তব পুণ্য কে কহিতে পারে।