গিরি গণেশ আমার শুভকারী Lyrics | Giri Ganesh Amar Subhokari Lyrics

গিরি গণেশ আমার শুভকারী Lyrics

Giri Ganesh Amar Subhokari Lyrics

গিরি গণেশ আমার শুভকারী

আগমনী গান

দুর্গা পূজার গান

 

গিরি গণেশ আমার শুভকারী Lyrics




গিরি গণেশ আমার শুভকারী
পূজে গণপতি পেলাম হৈমবতী,
চাঁদের মালা যেনা চাঁদ সারি সারি
গিরি গণেশ আমার শুভকারী৷

বিল্ববৃক্ষ মূলে পাতিয়া বোধন
গণেশের কল্যানে গৌরীর আগমন,
ঘরে আনব চন্ডী, কর্ণে শুনব চন্ডী
আসবে যত দন্ডী, জটাজুট-ধারী৷

মেয়েরে কোলে মেয়ে দুটি রূপসী
লক্ষ্মী-সরস্বতী শরতের শশী,
সুরেশ কুমার গণেশ আমার
তাঁদের না দেখিলে ঝরে নয়নবারি৷

 

Giri Ganesh Amar Subhokari Lyrics

 

গিরি গণেশ আমার শুভকারী
গিরি গণেশ আমার শুভকারী
পূজে গণপতি পেলাম হৈমবতী
চাঁদের মালা যেন চাঁদ সারি সারি
গণেশ আমার শুভকারী
গিরি গণেশ আমার শুভকারী
বিল্ববৃক্ষ-মূলে পাতিয়া বোধন
গণেশের কল্যানে গৌরীর আগমন
বিল্ববৃক্ষ-মূলে পাতিয়া বোধন
গণেশের কল্যানে গৌরীর আগমন
ঘরে আনব চন্ডী, কর্ণে শুনব চন্ডী
আসবে যত দন্ডী, জটাজুট-ধারী
গণেশ আমার শুভকারী
গিরি গণেশ আমার শুভকারী
মেয়ের কোলে মেয়ে দুটি রূপসী
লক্ষ্মী-সরস্বতী শরতের শশী
মেয়ের কোলে মেয়ে দুটি রূপসী
সুরেশ কুমার গণেশ আমার
তাঁদের না দেখিলে ঝরে নয়নবারি
সুরেশ কুমার গণেশ আমার
তাঁদের না দেখিলে ঝরে নয়নবারি
নিলে তাঁর নাম পূর্ণ মনস্কাম
সে আসিলে ঘরে আসেনে শঙ্করী
গণেশ আমার শুভকারী
গিরি গণেশ আমার শুভকারী
পূজে গণপতি পেলাম হৈমবতী
চাঁদের মালা যেন চাঁদ সারি সারি
গণেশ আমার শুভকারী
গিরি গণেশ আমার শুভকারী

 

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *