Ghum Lyrics – Odd Signature | ঘুম লিরিক্স | Moontasir Rakib

সালটা ছিল ২০১৪৷ স্কুলের কোনো এক বোরিং ক্লাসে লেখা একটা কবিতা৷ হ্যা শখের বশে লেখা কবিতা গুলোর মধ্যেই একটি ছিল “ঘুম”৷ নিজের মনের মধ্যে একটি ছবিকে ছন্দে রূপ দেওয়া মাত্র।  যার কদর টা নানান কারনে নিজের কাছে ছিল একটু বেশিই৷ “ঘুম” এর প্লট কে অনেকে রোমান্টিক ধরে বসে থাকলেও “ঘুম” এর গল্পটি ক্যান্সারে আক্রান্ত মৃত্যুশয্যায় থাকা ছোট বোনের গান শোনার ইচ্ছে পূরণের জন্য বড় ভাইয়ের মুখ থেকে আসা কিছু বুলি মাত্র৷ যা শোনার সৌভাগ্য ছোট্ট বোনটির আর হয় নি।

Recorded, Mixed and Mastered at : Ashtray Studio
Lyric : Moontasir Rakib
Brought to you by : Boku No Shop
Vocal : Moontasir Rakib
2nd vocal and Guitar : Ahasan Tanvir Pial
Guitar pluckings : Arnam Amitab
Bass : Iftekhar Ika
Album Art : Mohammed Rayyan Karim

খোলা চোখ খানা কর বন্ধ
বাতাসের ঠান্ডা গন্ধ
বয়ে বেড়ায় ঘরেরও বাহিরে
আসো ছোট্ট একটা গান করি
যাতে ঘুম পাড়ানি মাসি এসে পাশে
বসে হাতখানা দিবে কপাল ভরে
ভয় নেই আছি আমি পাশে
হাতখানা ধরে আছি হেসে
কোলেতে আমার মাথা তোমার
অন্ধকার রাত নিশ্চুপ সব
জোনাকির দল আজো জেগে আছে
তারা হয়তো অপেক্ষায় তোমার ঘুমের
হাতে রেখে হাত দেখে ঘড়ি
বসে অপেক্ষা করি
কবে হবে কাল ফুটবে সকাল
আয় ঘুম চুম্বন দে
তার সারা কপালে
যাতে ঘুম আসে সব নিশ্চুপ হয়ে যায়
আয় চাঁদমামা কাছে আয়
যাতে অন্ধকার না হয়
আলোমাখা কপালেতে টিপ টা দে যাতে
কিছু আলোকিত হয় সে যাতে ভয় না পায়
পরী আয় তার দুই হাত ধরে
নিয়ে যা স্বপ্নের খেলাঘরে
যেথা মিলবে তার সুখের ঠিকানা
তারাদল ছুটে আয় এখানে
তার ঘুমখানা যাতে না ভাঙে তাই
নিয়ে যা তাকে স্বর্গের বিছানায়
যদি দেখো সেথা আমায়
বসে গান তোমায় শোনায়
 
তুমি মিষ্টি এক চুমু খেয়ো মোর গালে
অন্ধকার রাত নিশ্চুপ সব
জোনাকির দল আজো জেগে আছে
তারা হয়তো অপেক্ষায় তোমার ঘুমের
হাতে রেখে হাত দেখে ঘড়ি
বসে অপেক্ষা করি
কবে হবে কাল ফুটবে সকাল
আয় ঘুম চুম্বন দে
তার সারা কপালে
যাতে ঘুম আসে সব নিশ্চুপ হয়ে যায়
আয় চাঁদমামা কাছে আয়
যাতে অন্ধকার না হয়
আলোমাখা কপালেতে টিপ টা দে যাতে
কিছু আলোকিত হয় আহা

Check Also

অন্ধকার ঘরে লিরিক্স – Ondhokar Ghore Lyrics – Band- Paper Rhyme

গানঃ অন্ধকার ঘরে। লেখাঃ তানভীর জামান। Band- Paper Rhyme অন্ধকার ঘরে, কাগজের টুকরো ছিঁড়ে কেটে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *