Ghrina Lojja Bhoy Thakile Lyrics
ঘৃণা লজ্জা ভয় থাকিলে
Ghrina Lojja Bhoy Thakile Lyrics
যে করে আত্নসমর্পণ
তার প্রেমে আর গোল বাধে না
ঘৃণা লজ্জা ভয় থাকিলে
প্রেম হবে না।
প্রেমের বাতাস লাগে যার গায়
দেখিলে তারে চেনা যায়,
প্রমাণ দেয় তার ভাব ভঙ্গিমায়
আর তো সুখের ধার ধারে না।
পঞ্চ রসে মাখা যেজন
রসিক সুজন সে মহাজন,
অন্তরে তার পরশ রতন
সে করে স্বরূপ সাধনা।
শুদ্ধ প্রেম যার ভাগ্যে জোটে
আধারে তার চন্দ্র উঠে,
আব্দুল করিম প্রেমের হাটে
সময়ে যাইতে পারল না।