ফেক আইডি লাভ Lyrics | Fake ID Love Lyrics

ফেক আইডি লাভ Lyrics

Fake ID Love Lyrics

ফেক আইডি লাভ
Fake ID Love
কথা: আল আমিন হাওলাদার
সুর: আমিরুল মোমেনিন মানিক
শিল্পী: নকুল কুমার বিশ্বাস

 

ফেক আইডি লাভ Lyrics


একদিকে ফেইসবুক,
আর অন্যদিকে টুইটার,
মাঝখানে রাজত্ব করে ইউটিউব।।
তরুণ প্রজন্ম পেয়েছে কর্ম
ব্যস্ত ব্যস্ত খুব খুব !
প্রযুক্তির নেইতো দোষ
রাখতে হবে শুধু হুশ
বিপথগামী হলেই হবে ফুঁস।
পথ দেখাবে কে,
আমার দেশের কোমলমতি,
ছেলে-মেয়েকে।।
খোলামেলা ভিডিও তে,
ভিউস সংখ্যা বাড়ে,
অন্যগুলি তে কম কম,
আদিম যুগের মত,
পোশাকের স্বল্পতা,
গরম গরম চম চম।।
সমাজটা ঠিক যেন ব্রয়লার মুরগি।।
এ সবে দিয়েছে ডুব ডুব।
একদিকে ফেইসবুক,
আর অন্যদিকে টুইটার,
মাঝখানে রাজত্ব করে ইউটিউব।।
ছদ্মনাম বলে দিনরাত চ্যাট চলে,
চলে কত নিষিদ্ধ কাজ,
প্রতারণা দিন শেষে সাইবার সন্ত্রাসে
তারুণ্য বিপন্ন আজ।।
সমাধান একটাই ভাই-বোন সব্বাই।।
মূল্যবোধে দাও ডুব।
একদিকে ফেইসবুক,
আর অন্যদিকে টুইটার,
মাঝখানে রাজত্ব করে ইউটিউব।।
তরুণ প্রজন্ম পেয়েছে কর্ম
ব্যস্ত ব্যস্ত খুব খুব !
একদিকে ফেইসবুক,
আর অন্যদিকে টুইটার,
মাঝখানে রাজত্ব করে ইউটিউব।।
তরুণ প্রজন্ম পেয়েছে কর্ম
ব্যস্ত ব্যস্ত খুব খুব !
ও ও পথ দেখাতে হবে
তোমাকে আমাকে
ফেরাতে হবে আলোর পথে
তরুণ সমাজকে
পথ দেখাতে পারে জীবনমুখী গান
জেগে ওঠো কোটি কোটি
সবুজ তাজা প্রাণ।

 

Fake ID Love Lyrics

Check Also

Ki Ache Jibone Amar

কী আছে জীবনে আমার Lyrics | Ki Achhe Jibone Aamar Lyrics

কী আছে জীবনে আমার Lyrics Ki Achhe Jibone Aamar Lyrics কী আছে জীবনে আমারKi Achhe …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *