এসো নবরূপে লিরিক্স
Esho Naba Rupe Lyrics
Antara Nandy
Ishan Mitra | Somr
আগমনী গান
দুর্গা পূজার গান
Esho Naba Rupe Audio Credits
Song – Esho Naba Rupe
Singer – Antara Nandi , Ishan Mitra
Music Composer – Ishan Mitra
Music assistant of Ishan Mitra – Debjit biswas
Lyrics – Somraj Das
Music Production – Shamik Chakravarty
Song Mixed – Ishan Mitra
Song Mastered – Micheal Jason (UK)
Audio Production – Ishan Mitra Productions
এসো নবরূপে লিরিক্স
স্থায়ী:~
ভার্স ১:
এতো আয়োজন
তোমারই কারণে,
এসো গো হৃদয়ও মাঝে
সাজে ভুবন
তোমারই সাজে,
কী মায়ায় অপরূপও সাজে
শরৎও রোদ্দুরে,
মনেরই অন্তরে
আগমনী গান গেয়ে
করি আহ্বান..
এসো গো হে দশভূজা
এসো গো উমা
তুমি নবরূপে এসো প্রাণে,
এসো গন্ধে, বরণে,
এসো.. গানে। (*২)
______________________
অন্তরা:~
সোহাগে ভরিয়ে,
এ ধরারই মাঝে
সাজালো.. প্রদীপ কে?
পুষ্প বিরাজে (*২)
পলাশে রাঙানো পথে
শিউলিরও ঘ্রাণ,
আলেয়া বাতাসে মেশে
কুহু কলতান..
শরৎও রোদ্দুরে,
মনেরই অন্তরে
আগমনী গান গেয়ে
করি আহ্বান..
এসো গো হে দশভূজা
এসো গো উমা
তুমি নবরূপে এসো প্রাণে,
এসো গন্ধে, বরণে,
এসো.. গানে। (*২)