এমন পিরিতি কভু নাহি দেখি শুনি Lyrics | Emono Piriti Kobhu Nahi Dekhi Shuni Lyrics

এমন পিরিতি কভু নাহি দেখি শুনি Lyrics

Emono Piriti Kobhu Nahi Dekhi Shuni Lyrics

এমন পিরিতি কভু নাহি দেখি শুনি
Emono Piriti Kobhu Nahi Dekhi Shuni
পদাবলি কীর্তন
পূর্বরাগ
প্রেমের তুলনা
কথা: দ্বিজ চণ্ডীদাস
কণ্ঠ: সুভাষ চক্রবর্তী

 

এমন পিরিতি কভু নাহি দেখি শুনি Lyrics


[এমন পিরিতি কভু নাহি দেখি শুনি
পরাণে পরাণ বান্ধা আপনা আপনি]-২
দুহুঁ কোরে দুহুঁ কাঁদে বিচ্ছেদ ভাবিয়া
আধ তিল না দেখিলে যায় যে মরিয়া
জল বিনু মীন জনু কবহুঁ না জীয়ে
মানুষে এমন প্রেম কোথা না শুনিয়ে।
ভানু-কমল বলি সেহো হেন নয়
হিমে কমল মরে ভানু সুখে রয়
চাতক-জলদ কহি সে নহে তুলনা
সময় নহিলে সে না দেয় এক কণা।
কুসুমে মধুপে কহি সেহো নহে তুল
না যাইলে ভ্রমর আপনি না দেয় ফুল
কী ছার চকোর-চান্দ দুহুঁ সম নহে
ত্রিভুবনে হেন নাহি চণ্ডীদাস কহে।

 

Emono Piriti Kobhu Nahi Dekhi Shuni Lyrics

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *