এলো গৌরী ভবনে আমার Lyrics
Elo Gouri Bhobone Amar Lyrics
এলো গৌরী ভবনে আমার
আগমনী গান
দুর্গা পূজার গান
কমলাকান্ত ভট্টাচার্য
এলো গৌরী ভবনে আমার Lyrics
এলো গৌরী ভবনে আমার। তুমি ভুলে ছিলে
বুঝি মা বলে এতদিনে। চিরদিনে। মায়ের
পরাণ কান্দে রাত্র দিন, শয়নে স্বপনে হেরি গো,
ও মুখ তোমার।
কত কামনা করিয়ে কাননে, আমি পেয়েছি যতনে,
চন্দন ফুলে, নব বিল্লদলে, পূজেছিলাম গঙ্গাধরে,
গো হইয়ে নিরাহার।
গিরিপুর-রমণী চারি পাশে, কত কহিছে হাস্য-
পরিহাসে, তরুমূলে ঘর স্বামী দিগম্বর তা নহিলে
আর কত দিন হইত তোমার।
তুমি পুণ্যবতী গিরিরাণী, শুন কমলাকান্তের বাণী,
জগতজননী তোমার নন্দিনী, বিরিঞ্চিবাঞ্ছিত ধন
গো, চরণ যাহার।