এলো এলোরে বৈশাখী ঝড় Lyrics
Elo Elore Boishkhi Jhor Lyrics
নজরুলের বৈশাখী গান ০২
এলো এলোরে বৈশাখী ঝড় Lyrics
এলো এলো-রে বৈশাখী ঝড় এলো এলো-রে
ঐ বৈশাখী ঝড় এলো এলো মহীয়ান সুন্দর
পাংশু মলিন ভীত কাঁপে অম্বর চরাচর থরথর।।
ঘনবন–কুন্তলা বসুমতী সভয়ে করে প্রণতি
সভয়ে নত চরণে ভীতা বসুমতী।
সাগর তরঙ্গ মাঝে তারি মঞ্জীর যেন বাজে বাজে রে
পায়ে গিরি–নির্ঝর–ঝরঝর ঝরঝর।।
ধূলি–গৈরিক নিশান দোলে ঈশান গগন চুম্বী,
ডম্বরু ঝল্লরী ঝাঁঝর ঝনঝন বাজে
এলো ছন্দ বন্ধন–হারা এলো রে
এলো মরু–সঞ্চর বিজয়ী বীরবর।।
Elo Elore Boishkhi Jhor Lyrics
শিরোনাম: এলো এলোরে বৈশাখী ঝড়
কথা-সুর: কাজী নজরুল ইসলাম
রাগ: ইমন মিশ্র
তাল: কাহার্বা