এলাহি আলমিন গো আল্লাহ Lyrics
Elahi Alman Go Allah Lyrics
ফকির লালন শাহ
এলাহি আলমিন গো আল্লাহ Lyrics
এলাহি আলমিন গো আল্লাহ বাদশাহ আলমপনা তুমি।
ডুবায়ে ভাসাইতে পার
ভাসায়ে কিনার দাও কারো।
রাখো মারো হাত তোমার
তাইতে তোমায় ডাকি আমি।।
নূহ নামের এক নবীরে, ভাসালে অকুল পাথারে
আবার তারে মেহের করে, আপনি লাগাও কিনারে।
জাহের আছে ত্রিসংসারে
আমায় দয়া কর স্বামী।।
নিজাম নামের বাটপার সেতো, পাপেতে ডুবিয়া রইতো
তার মনে সুমতি দিলে, কুমতি তার গেল চলে।
আউলিয়া নাম খাতায় লিখলে, জানা গেল সেই রহমই।।
নবি না মানে যারা, মোয়াহেদ কাফের তারা
সেই মোয়াহেদ দায়মাল হবে, বেহিসাব দোজখে যাবে।
আবার তারা খালাস পাবে
লালন কয় মোর কি হয় জানি।।
Elahi Alman Go Allah Lyrics
Elahi almin go Allah badshah alompona tumi.
Dubaye bhashaite paro
bhashaye kinara dao karo.
Rakho maro hat tomar
taite tomay daki ami.
Nuh namer ek nobire, bhashale okul pathare
abar tare meher kore, apni lagao kinare.
Jaher achhe trisongsare
amay doya koro shwami.
Nijam namer batpar sheto, papete dubiya roito
tar mone shumoti dile, kumoti tar gelo chole.
Auliya nam khatay likhle, jana gelo shei rohmoi.
Nobi na mane jara, moahed kafer tara
shei moahed daymal hobe, behisab dojhokhe jabe.
abar tara khalas pabe
Lalon koy mor ki hoy jani.
এলাহি আলমিন গো আল্লাহ লিরিক্স ও গানের তথ্য
গানের শিরোনাম: এলাহি আলমিন গো আল্লাহ
শিল্পী: ফকির লালন শাহ
ধরন: বাউল, আধ্যাত্মিক
লিরিক্স: ফকির লালন শাহ
সংগীত: ঐতিহ্যবাহী
এলাহি আলমিন গো আল্লাহ: লালনের আধ্যাত্মিক জিজ্ঞাসা
ফকির লালন শাহ রচিত ‘এলাহি আলমিন গো আল্লাহ’ গানটি তার গভীর আধ্যাত্মিক দর্শন এবং স্রষ্টার প্রতি নির্ভরতার এক অনন্য দৃষ্টান্ত। এই গানে লালন আল্লাহকে ‘বাদশাহ আলমপনা’ হিসেবে সম্বোধন করেছেন, যিনি সমগ্র জাহানের শাসক এবং যিনি ডুবিয়েও ভাসাতে পারেন, আবার ভাসিয়েও কিনার দিতে পারেন। এই চরণগুলো দিয়ে লালন বোঝাতে চেয়েছেন যে, জীবনের সব কিছুতেই স্রষ্টার হাত রয়েছে।
গানটিতে নূহ নবীর মহাপ্লাবনের ঘটনা এবং নিজাম নামক একজন পাপীর অলৌকিক পরিবর্তনের উদাহরণ ব্যবহার করে লালন স্রষ্টার অসীম দয়া ও ক্ষমতার কথা তুলে ধরেছেন। গানের শেষে তিনি নিজেকে একজন মুয়াহেদ (আল্লাহর একত্ববাদে বিশ্বাসী) হিসেবে উল্লেখ করে স্রষ্টার কাছে নিজের শেষ পরিণতির ব্যাপারে করুণা ভিক্ষা করছেন। এই গানটি কেবল একটি ধর্মীয় গান নয়, বরং এটি মানব জীবনের অনিশ্চয়তা, স্রষ্টার উপর পূর্ণ আস্থা এবং আধ্যাত্মিক মুক্তির এক আকুল আবেদন।
প্রশ্ন ও উত্তর
১. এলাহি আলমিন গো আল্লাহ গানটির লেখক কে? উত্তর: এই আধ্যাত্মিক গানটির লিরিক্স লিখেছেন ফকির লালন শাহ।
২. গানের মূল বিষয়বস্তু কী? উত্তর: গানটির মূল বিষয়বস্তু হলো আল্লাহর অসীম ক্ষমতা ও করুণার প্রতি বিশ্বাস এবং জীবনের সব পরিস্থিতিতে তাঁর ওপর ভরসা রাখা।
৩. গানে কোন নবীর ঘটনা উল্লেখ করা হয়েছে? উত্তর: গানে নূহ (আ.) নবীর মহাপ্লাবনের ঘটনা উল্লেখ করা হয়েছে।
৪. ‘মোয়াহেদ’ বলতে গানে কাকে বোঝানো হয়েছে? উত্তর: ‘মোয়াহেদ’ বলতে গানে সেইসব মানুষকে বোঝানো হয়েছে যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী।
৫. গানটিতে ‘স্বামী’ বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর: এই গানে ‘স্বামী’ বলতে সৃষ্টিকর্তা আল্লাহকে বোঝানো হয়েছে, যিনি সবকিছুর মালিক এবং আশ্রয়দাতা।