একটা যুদ্ধ রক্ত দিয়ে Lyrics
Ekta Juddho Rokto Diye Lyrics
কথা: তারিক আবেদিন ইমন এবং তাসরিফ খান
সুর ও শিল্পী: তাসরিফ খান
একটা যুদ্ধ রক্ত দিয়ে Lyrics
একটা যুদ্ধ রক্ত দিয়ে
হয়তো করেছি জয়
স্বাধীনতাটুকু রক্ষা হবে কি
এখনও রয়েছে ভয়।
এখনও দেখি উড়ছে আকাশে
নয়া শকুনের দল
চাইছে ওরা এই স্বাধীনতা
করে দিতে নিস্ফল।
সামনে কিন্তু রয়েছে বাকি
পথ হাঁটা বহুদূর
এখনই ক্লান্ত হয়ো না, বন্ধু
সে বিজয় সুমধুর।
রক্তে কেনা অর্জন যেন
হারিয়ে না যায় আর
সজাগ সদা থাক হে বন্ধু
পাঞ্জেরি হুশিয়ার।
আজ
চিৎকার করে বলছি আমি
স্বাধীন দেশে কথা
আবু সাঈদের বুক পেতে দেয়া
রক্ত যায়নি বৃথা।
শত মুগ্ধরা দেশের জন্য
বিলিয়ে দিয়েছে প্রাণ
মন খুলে তাই পারছি গাইতে
স্বাধীনতার গান।
ছেলে হারানো বাবার কান্না
মায়ের আহাজারি
হৃদয়ের ক্ষত কতযে কঠিন
পাহাড় সমান ভারী।
হারালাম কত বন্ধু স্বজন
হারিয়েছি কত ভাই
তপ্ত বুলেট মোদের মিছিল
থামাতেতো পারে নাই।
চাইনা আবার রক্ত ঝরুক
চাইনা গুলি আর
হারাতে চাই না বাক স্বাধীনতা
ফিরে পাওয়া অধিকার
চইনা কোন প্রতিহিংসা
অন্যায় অবিচার,
সৈরাচারের শাসন না হোক
আমার দেশে আর।
সময় এসেছে ঘুরে দাঁড়াবার
আবার নতুন করে
সবেমিলে চলো দেশটা সাজাই
একসাথে হাত ধরে
বিশ্বকে আজ দেখিয়ে দিয়েছি
আমাদের একতা
আমরাই পারি, আমরা পরাবো
ছাত্র, জনতা।