একই মঞ্চে কত অভিনয় Lyrics | Eki Manche Kato Abhinoy Lyrics

একই মঞ্চে কত অভিনয় Lyrics

Eki Manche Kato Abhinoy Lyrics

একই মঞ্চে কত অভিনয়
Eki Manche Kato Abhinoy
কথা: অরবিন্দ সমাজপতি
সুর ও শিল্পী: সুকণ্ঠ অধিকারী

 

একই মঞ্চে কত অভিনয় Lyrics


একই মঞ্চে কত অভিনয়
কেউ হাসে কেউ কাঁদে রে,
কেউ চলে যায় বাঁধন ছিঁড়ে
কেউবা আবার নতুন ঘর বাঁধে রে।।
একই মঞ্চে কত অভিনয়।
দয়াল তোমার কেমন খেলা
বোঝা বড় দায়,
কারো কপালে সিঁদুর ওঠে
কারো মুছে যায়।।
তোমার মনে কি অভিলাষ
বুঝতে আমার নাই অবকাশ।
তুমি কাউকে হাসাও,
কাউকে কাঁদাও
কিসের অপরাধে রে
একই মঞ্চে কত অভিনয়।
ভাঙা গড়া আসা যাওয়া
এই পৃথিবীর নীতি রে,
রঙ্গমঞ্চের পুতুল সবাই
তার ঈশারায় নাচি রে।।
শ্বশুর বাড়ি সকলে যায়
কেউবা বাঁশের দোলায়,
পালকি চড়ে যায় বা কেহ
শেষের বিদায় বেলায়।।
দয়াল ঘর বাঁধার এই মায়ার খেলা
শেষ হয়ে যায় সবার বেলায়
ওগো সকল ছেড়ে আমায় কবে
চলে যেতে হবে রে।
একই মঞ্চে কত অভিনয়
কেউ হাসে কেউ কাঁদে রে,
কেউ চলে যায় বাঁধন ছিঁড়ে
কেউবা আবার নতুন ঘর বাঁধে রে
একই মঞ্চে কত অভিনয়।

 

Eki Manche Kato Abhinoy Lyrics

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *